• ৪ বছরে কেন গ্রেফতারি নয়? অভিজিৎ-মামলায় আদালতের প্রশ্নের মুখে CBI
    আজ তক | ০৫ জুলাই ২০২৫
  • বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় এবার আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হল সিবিআইকে। তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার ব্যাঙ্কশাল কোর্টের প্রশ্নের মুখে পড়েছে সিবিআই। 

    সম্প্রতি এই মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সিবিআই। চার্জশিটে নাম রয়েছে বেলেঘাটার বিধায়ক পরেশ পাল ও ২ কাউন্সিলরের। এদিন মামলার শুনানিতে আদালতের প্রশ্ন, 'চার বছরে কাউকে গ্রেফতারের চেষ্টা করেছেন? কাউকে গ্রেফতার করতে হবে, প্রয়োজন মনে করেছিলেন?' প্রশ্নের জবাবে সিবিআইয়ের তরফে জানানো হয়, আগে যে অফিসার তদন্ত করেছিলেন, তিনি কাউকে গ্রেফতারের প্রয়োজন মনে করেননি। কারণ তাঁরা সহযোগিতা করেছিলেন। 

    এর পাল্টা বিচারক বলেন, 'এটা কি মজা হচ্ছে? ৪ বছর পরে চার্জশিট দিয়েছেন। তার মানে এখনও ওয়ারেন্ট জারির প্রয়োজন নেই বলে মনে করছেন?' এই মামলায় সিবিআইকে চার্জশিটের কপির সঙ্গে সমন জারির নির্দেশ দিয়েছে আদালত। 

    প্রসঙ্গত, ২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পরের দিন কাঁকুরগাছির বাসিন্দা অভিজিৎ সরকারের রহস্যমৃত্যু হয়। তিনি বিজেপির কর্মী ছিলেন বলে দাবি। ভোটের ফল প্রকাশের পর অভিজিতের দেহ উদ্ধারের ঘটনায় তোলপাড় পড়ে রাজ্য রাজনীতিতে। অভিজিৎকে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে বলে অভিযোগ করে তাঁর পরিবার। 

    পরে এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিজিতের দাদা। হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার নেয় সিবিআই। প্রথম থেকেই অভিজৎকে খুনের ঘটনায় পরেশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ২০২১ সালের ২৫ অগাস্ট মামলা রুজু করে সিবিআই। কলকাতার নারকেলডাঙা থানায় এফআইআর দায়ের করা হয়। ভোট পরবর্তী হিংসায় অভিজিতের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। 
  • Link to this news (আজ তক)