কু ঝিক ঝিক আওয়াজের সঙ্গে সর্পিল গতি, দার্জিলিংয়ের ঐতিহাসিক টয় ট্রেন-এর জন্মদিনে ছুটল বিশেষ ট্রেন ...
আজকাল | ০৫ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পাহাড়ি আঁকাবাঁকা পথের নিস্তব্ধতা ভেঙে ১৮৮১ সালের ৪ জুলাই প্রথম শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ঐতিহ্যবাহী টয় ট্রেন। সময় যতই গড়িয়েছে ততই বেড়েছে জনপ্রিয়তার সঙ্গে তার চাহিদা। দার্জিলিং আর টয় ট্রেন যেন মিলেমিশে একাকার হয়েছে।
ঐতিহাসিক সেই দিনটির স্মরণীয় এই প্রথমবার শিলিগুড়ির পালিত হল 'টয় ট্রেন দিবস'। শুক্রবার শিলিগুড়িতে নর্থ বেঙ্গল পেইন্টার্স অ্যাসোসিয়েশন এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ের যৌথ উদ্যোগে শিলিগুড়ির শুকনা স্টেশনে দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হল এই দিনটি।
এই উপলক্ষে সকাল থেকেই আর্ট এগজিবিশন ও ড্রয়িং কম্পিটিশনকে ঘিরে জমজমাট হয়ে ওঠে স্টেশন চত্বর। প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। আর শুধু শিশুরাই নয়, শতাধিক চিত্রশিল্পীও রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের গৌরবগাথা। এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী একটি টয় ট্রেন। যেখানে উৎসাহীরা ফোটো সেশন ও সংক্ষিপ্ত সফরের মাধ্যমে উপভোগ করেন টয় ট্রেন যাত্রার আনন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর চন্দনকুমার রায়। ছিলেন স্টেশন ম্যানেজার ও নর্থ বেঙ্গল পেইন্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। উদ্যোক্তারা জানান, প্রতি বছর এই দিনটি আরও বড় পরিসরে উদযাপন করার পরিকল্পনা রয়েছে তাঁদের।