• কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, অভিযোগের তির বিজেপির দিকে
    আজকাল | ০৪ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ গুলিবিদ্ধ হলেন কোচবিহার–২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা রাজু দে। বৃহস্পতিবার গভীর রাতে ঝিনাইডাঙা বাজার এলাকায় তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনায় অভিযোগের নিশানায় রয়েছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবারও থমথমে রয়েছে এলাকা। শুক্রবার কোচবিহার–২ ব্লক জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল। 

    স্থানীয় সূত্রে খবর, কোচবিহার–২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা চকচকা অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি রাজু দে রাত সাড়ে ১১টা নাগাদ ঝিনাইডাঙা এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। তখনই গুলিবিদ্ধ হন তিনি। জানা গিয়েছে, কালো রঙের একটি স্করপিও গাড়ি করে দুষ্কৃতীরা এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তৃণমূল নেতার ডান কাঁধে গুলি লাগে। তৃণমূলের অভিযোগ, ওই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে। তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের অভিযোগ, ‘‌বেশ কিছুদিন ধরেই এলাকায় বিজেপির দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল। তারাই এই হামলা চালিয়েছে।’ 

    অভিজিতবাবুর আরও অভিযোগ, ‘‌এলাকার বিধায়কের গাড়ি করে দুষ্কৃতীরা এসে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি করছে। এটা ভাবা যায় না। সন্ত্রাস গ্রাম বাংলায় কারা ছড়াচ্ছে সেটা স্পষ্ট হয়েছে।’‌ শুক্রবার গাড়িটিকে আটক করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ।

     যদিও অভিযোগ অস্বীকার করে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়ের দাবি, ‘‌জেলা জুড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ওদের কর্মীরা বিভিন্ন সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত। নিজেদের মধ্যে গণ্ডগোলের জেরেই এই ঘটনা। এখানে বিজেপির কোনও নেতা বা কর্মী যুক্ত নেই।’ তাঁর অভিযোগ, ‘তৃণমূল জেলা সভাপতি নিজেদের দোষ ঢাকার জন্য আমাদের উপরে মিথ্যে অভিযোগ চাপাচ্ছেন।’‌ 
  • Link to this news (আজকাল)