আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টিপাতে এখনই লাগাম পড়ছে না। শুক্রবারও রয়েছে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার অবধি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বাদ পড়বে না কলকাতাও। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।
শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া এবং হুগলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ১০ জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনায়। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বেশি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে। রবিবার জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।