প্রকাশ্য সভায় বাগবিতণ্ডা, আঙুল উঁচিয়ে হুমকি, এভাবে কথা বলবেন না, কিছুই হয়নি, দাবি শীর্ষ নেতৃত্বের ...
আজকাল | ০৪ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভরা সভায় বাগবিতণ্ডা দলের বর্ষীয়ান বিধায়কের সঙ্গে এক তরুণ নেতার। আঙুল উঁচিয়ে কথাবার্তা। দু'পক্ষকেই থামানোর চেষ্টা অন্যদের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদায়। মালদা কলেজ অডিটরিয়ামে যখন এই ঘটনাটি ঘটে তখন মঞ্চে উপস্থিত জেলা সভাপতি থেকে সমস্ত সিনিয়র নেতারা।
আগামী ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন উপলক্ষে এদিন ছিল জেলায় একটি প্রস্তুতি সভা। সভায় সভাপতি আব্দুর রহমান বক্সি থেকে শুরু করে বিধায়ক সমর মুখার্জি, সাবিত্রী মিত্র, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী-সহ সকলেই উপস্থিত ছিলেন। সেখানেই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন দলের এক প্রবীণ ও তরুণ নেতা।
এবিষয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে সমর মুখার্জির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। তাঁদেরকে নিরস্ত করার চেষ্টা করছেন দলের জেলা সভাপতি ও বিধায়ক সাবিত্রী মিত্র। দেখা যায় আশিস কুণ্ডু নিজের জায়গা থেকে এগিয়ে এসে বিধায়কের উদ্দেশ্যে বলছেন আঙুল উঁচিয়ে কথা বলবেন না। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল.ইন।
এবিষয়ে আশিস কুণ্ডু কিছু বলতে না চাইলেও সমর মুখার্জি বলেন, দলে একটাই পদ। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। যদিও বাগবিতণ্ডার কথা অস্বীকার করেছেন দলের জেলা সভাপতি। আব্দুর রহমান বক্সি বলেন, 'কিছুই হয়নি। অথচ মিডিয়া খবর করে দিল! কী কথা হয়েছে সেটা কি শোনা গিয়েছে?' রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, 'একটা ভিডিও ভাইরাল হয়েছে। এবিষয়ে যা সিদ্ধান্ত সেটা দলের শৃঙ্খলারক্ষা কমিটি নেবে।'
তবে সরাসরি বিষয়টির নিন্দা করেছেন জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু। তিনি বলেন, একজন প্রবীণ বিধায়ক যাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি পর্যন্ত শ্রদ্ধা করেন তাঁকে প্রকাশ্যে এধরনের কথা বলা কখনওই কাম্য নয়।