আজকাল ওয়েবডেস্ক: সমাজমাধ্যমে উস্কানি, প্ররোচনমূলক কন্টেন্টের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে আগুনের বেগে। এর ফলে বৃদ্ধি পাচ্ছে সাইবার অপরাধের সংখ্যা। এই সবের বিরুদ্ধে পদক্ষেপ করতে আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিঠিতে মমতা লিখেছেন, এসব রুখতে কড়া আইন আনতে হবে। এর পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করাও প্রয়োজন।
সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল অ্যারেস্ট থেকে শুরু করে ওটিপি জালিয়াতি, পরিচয় জালিয়াতি থেকে শুরু করে আর্থিক জালিয়াতি, তালিকা দীর্ঘ। এসবের খপ্পরে পড়ে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। নানা রকম উস্কানিমূলক পোস্ট এবং সাইবার অপরাধ সমাজের একটি বড় অংশের মানুষকে প্রভাবিত করছে, বিশেষ করে শিশু, বয়স্ক মানুষ এবং মহিলারা এর শিকার হচ্ছেন।
এছাড়াও সমাজমাধ্যমে নানা ঘটনার ভ্রান্ত ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ছে। বেশির ভাগ সময়ই সেই তথ্যগুলি হয় ভুয়ো নয় অতিরঞ্জিত করা থাকে। সম্প্রতি রাজ্যের কয়েকটি ঘটনায় এই ধরণের হাজারও উদাহরণ রয়েছে। সমাজমাধ্যমে পোস্ট করা নিয়ে সতর্ক করতে হয়েছে পুলিশকেও। মমতা চিঠিতে দাবি করেছেন, এই ধরণের পোস্টের ফলে সমাজের শান্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এ সব রুখতে কড়া পদক্ষেপ প্রয়োজন।
চিঠিতে মমতার আবেদন, সাইবারস্পেসে উস্কানিমূলক বিষয়বস্তু তৈরি এবং প্রচার এবং অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে সংঘটিত কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ হিসেবে কঠোর আইনী বিধানের জরুরি প্রয়োজন। এর পাশাপাশি, অনলাইন তথ্য মূল্যায়ন করা এবং সন্দেহজনক কার্যকলাপগুলি অবিলম্বে রিপোর্ট করার জন্য নাগরিকদের ডিজিটাল সচেতনতা বৃদ্ধি করাও জরুরি।