• যাত্রী ভিড় সামাল দিতে শিয়ালদহের এই শাখায় বাড়ল আরও একাধিক লোকাল ...
    আজকাল | ০২ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ যাত্রী ভিড় সামাল দিতে শিয়ালদহ দক্ষিণ শাখায় বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যা। জানা গেছে, তিনটি অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হবে। আপাতত নতুন এই পরিষেবাগুলি মূলত পরীক্ষামূলকভাবে চালানো হবে ডায়মন্ডহারবার শাখায়। কিছুদিন আগে দক্ষিণ শাখায় আরও পাঁচটি ও বনগাঁ শাখায় পাঁচটি–মোট দশটি বিশেষ ট্রেন চালু হয়েছে। এবার তা বেড়ে হতে চলেছে ১৩।

    বালিগঞ্জ থেকে শিয়ালদহ ও দমদম পর্যন্ত অতিরিক্ত ভিড় কমাতে এই সিদ্ধান্ত নিচ্ছে রেল। রেল সূত্রে খবর, প্রতিদিন প্রচুর যাত্রী যাতায়াত করেন সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ডহারবারের মধ্যে। 

    আপাতত জানা গেছে, সোনারপুর থেকে ডায়মন্ডহারবারের মধ্যে চলবে একটি লোকাল। যা সোনারপুর থেকে ছাড়বে ভোর ৫টায়। ৬টা ৫ মিনিটে পৌঁছবে ডায়মন্ডহারবারে। দ্বিতীয় ট্রেনটি চলবে ডায়মন্ডহারবার থেকে বালিগঞ্জে। এই স্পেশাল ট্রেনটি ডায়মন্ডহারবার থেকে ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। বালিগঞ্জে পৌঁছবে সকাল ৭টা ৫৬ মিনিটে। আর বালিগঞ্জ থেকে সোনারপুরে চলবে তৃতীয় ট্রেনটি। এটি বালিগঞ্জ থেকে ছাড়বে সকাল ৮টা ১৪ মিনিটে এবং সোনারপুর পৌঁছবে সকাল ৮টা ৩৩ মিনিটে। 

    এই তিনটি নতুন ট্রেনের পাশাপাশি সময় বদল হচ্ছে একটি পুরনো লোকাল ট্রেনের। ৩৪৮৮২ নম্বর সোনারপুর–ডায়মন্ডহারবার লোকাল ট্রেনটি এখন থেকে ১০ মিনিট আগে ছাড়বে। আগে ট্রেনটি ছাড়ত ৪টা ৫০ মিনিটে, এখন তা ছাড়বে ৪টা ৪০ মিনিটে এবং ডায়মন্ডহারবার পৌঁছবে সকাল ৫টা ৪৫ মিনিটে। 

     
  • Link to this news (আজকাল)