আজকাল ওয়েবডেস্ক: ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই পুলিশকর্মীর। মঙ্গলবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার গাড়ুঘাটা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় মৃত্যু হয়েছে মহিষাদল থানার সেকেন্ড অফিসার এসআই জয়ন্ত ঘোষাল এবং সেখ সাহানা নামে এক পুলিশ কর্মীর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে টহলদারির দায়িত্বে ছিলেন এসআই জয়ন্ত ঘোষাল ও আরও দুই পুলিশকর্মী। সেই সময় হলদিয়ার দিক থেকে তীব্র গতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে সজোরে ধাক্কা মারে পুলিশ বাহিনীর গাড়িটিকে। সংঘর্ষের ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জিপটি সোজা গিয়ে পড়ে পাশের একটি জলাশয়ে।
ঘটনা এত দ্রুত ঘটে যায় যে, জিপের ভিতরে থাকা পুলিশকর্মীরা বেরিয়ে আসার কোনও সুযোগই পাননি। স্থানীয় বাসিন্দারা ছুটে এলেও ততক্ষণে দুর্ঘটনায় প্রাণ হারান তাঁরা। পুলিশকর্মীদের উদ্ধার করে মহিষাদল ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জয়ন্ত ঘোষাল এবং সেখ সাহানাকে মৃত বলে ঘোষণা করেন। আরও এক পুলিশকর্মী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।