পথ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনে শহরের রাস্তায় দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে বলে দাবি করলেন কলকাতার নগরপাল মনোজ বর্মা। তবে, দুর্ঘটনা কমাতে প্রতিটি ট্র্যাফিক গার্ডকে আরও সতর্ক থাকতে বলার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির পরামর্শও দেন তিনি।
কলকাতা পুলিশ এলাকায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ। চলবে ৮ জুলাই পর্যন্ত। মঙ্গলবার আলিপুর চিড়িয়াখানার সামনে পথ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন করেন নগরপাল। এ দিন তিনি জানান, গত বছরের প্রথম ছ’মাসে শহরের রাস্তায় দুর্ঘটনায় ৯২ জনের মৃত্যু হয়েছিল। এ বছর প্রথম ছ’মাসে সেই সংখ্যা ৮৪। তিনি বলেন, ‘‘সারা বছর ট্র্যাফিক পুলিশ সচেতনতা বাড়ানোর কাজ করে। পথ নিরাপত্তা সপ্তাহেও ২৬টি ট্র্যাফিক গার্ডের প্রতিটি গার্ডে অনুষ্ঠান হবে।’’
ট্র্যাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, পথ নিরাপত্তা সপ্তাহে সচেতনতা বাড়াতে বিভিন্ন স্কুলে গার্ডের তরফে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজনে জোর দেওয়া হচ্ছে। এ দিন বিভিন্ন ট্র্যাফিক গার্ডে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গড়িয়া ট্র্যাফিক গার্ডের উদ্যোগে এ দিন বাঘা যতীন স্টেট জেনারেল হাসপাতালের সামনে সচেতনতার প্রচার চলে। হাসপাতালের সামনে হর্ন বাজানো নিয়েও সতর্ক করা হয় চালকদের।
এ দিন থেকে হাওড়াতেও শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ। হাওড়া স্টেশন ট্র্য়াফিক গার্ডের উদ্যোগে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাওড়ার নগরপাল প্রবীণকুমার ত্রিপাঠী। ছিলেন হাওড়া সিটি পুলিশ ও রেল পুলিশের পদস্থ কর্তারা। চালকদের সচেতন করতে এ দিন একটি মিছিলও হয়।