• এই প্রথম, চুঁচুড়ায় কর্মস্থলে উদযাপিত 'সাহিত্য সম্রাট' ঋষি বঙ্কিমচন্দ্রের জন্মদিন...
    আজকাল | ২৭ জুন ২০২৫
  • মিল্টন সেন,হুগলি: 'সাহিত্য সম্রাট' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক সময় তাঁর কর্মজীবন কাটিয়েছেন হুগলি জেলা সদর চুঁচুড়ায়। সেই প্রাচীন শহরের অনেকেই হয়তো জানেন না চুঁচুড়ায় রয়েছে 'সাহিত্য সম্রাট'-এর একাধিক স্মৃতি বিজড়িত স্থান। তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। যেখানে পূর্বতন কাছারি ভবন ছিল এখন চকবাজার এলাকার সেই ভবন বি টি কলেজ। 

    একদা বঙ্গিমচন্দ্র লিখেছিলেন "বাঙালি আত্মবিস্মৃত জাতি"। বৃহস্পতিবার সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৮ তম জন্ম দিবস। সাড়ম্বরে সেই জন্মদিবস প্রথমবার পালিত হল তৎকালীন কাছারি ভবনে। এই কাছারি ভবনে ১৮৭৬ থেকে ১৮৮১ সাল পর্যন্ত বঙ্কিমচন্দ্র ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে কর্মরত ছিলেন। 

    আজ সেই কাছারি ভবন অনেকটা অংশই আগাছায় ঢাকা পড়েছে। একটি ঘরে চলে বিটি কলেজের ছাত্রদের ক্লাস। যেটি এক সময়ে ছিল ফাঁসি ঘর, সেটিই এখন ভাঙাচোরা জিনিসের গুদাম। হুগলি-চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধান আশিস সেনের উদ্যোগে এ বছরই প্রথম এই জায়গায় 'সাহিত্য সম্রাট'-এর জন্মদিন উদযাপন করা হল বিশিষ্ট  ব্যক্তিত্বদের উপস্থিতিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলী চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়, পৌরসদস্যা সুপর্ণা সেন, বিটি কলেজ ও হুগলি মহসিন কলেজের অধ্যক্ষ, বিভিন্ন কলেজের শিক্ষাবিদ, বিশিষ্ট সংগীত শিল্পী সুজিত চন্দ্র-সহ সাহিত্যিক বুদ্ধিজীবী সকলে। 

    বঙ্কিমচন্দ্রের লেখা সেই অমর সঙ্গীত বন্দেমাতরমের এ বছর সার্ধশত দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত সবাই শ্রদ্ধা জানান বাংলা সাহিত্যের অমর স্রষ্ঠাকে। দাবি ওঠে চুঁচুড়া শহর সাহিত্য সম্রাটের স্মৃতির ধন্য হওয়া সত্ত্বেও কোন রাস্তার নামাঙ্কিত নয়। অবিলম্বে কোনও একটি রাস্তার নাম তাঁর নামে করা হোক। এই বিষয়ে পৌর প্রধান অমিত রায় জানান, উদ্যোক্তাদের পক্ষ থেকে লিখিত আবেদন পেলে বিষয়টি ভেবে দেখা হবে। 

    হুগলি মহসিন কলেজের প্রাক্তন অধ্যাপক আশিস কুমার বসু বলেন, |"বঙ্কিমচন্দ্রের কর্মস্থলে এই প্রথমবার তাঁর জন্মদিন পালিত হল। হুগলি চুঁচুড়া শহর প্রাচীন শহর। যেখানে বহু ইতিহাস রয়েছে। এই কাছারি ভবনে ডাচেদের ১২ জন গভর্নর চাকরি করে গিয়েছেন।বঙ্কিমচন্দ্র এই কাছারি ভবন থেকে কিছুটা দূরেই গঙ্গার পারে জোরাঘাটে বাসা ভাড়া নিয়ে থাকতেন। সেখানেই বন্দে মাতরম গানের সুরারোপ হয়েছিল।"
  • Link to this news (আজকাল)