শাহজাদ হোসেন, ফরাক্কা: আচমকা ব্রেন স্ট্রোক! মৃত্যু হল মুর্শিদাবাদের এক চাকরিহারা শিক্ষকের। শোনা যাচ্ছে, গত প্রায় ৩ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন ওই শিক্ষক। ডায়ালিসিস ও চলছিল।
জানা গিয়েছে, মৃত শিক্ষকের নাম প্রবীণ কর্মকার। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের হরিদাসনগরের বাসিন্দা তিনি। ২০১৬ সালের এসএসসি-তে চাকরি পান তিনি। অমুইপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠের শিক্ষক ছিলেন তিনি। বছর তিনেক আগে আচমকা অসুস্থ হয়ে পড়েন। একাধিক পরীক্ষা করা হয়। ধরা পড়ে কিডনির সমস্যা। শুরু হয় ডায়ালিসিস। এরই মাঝে সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। সেই তালিকায় নাম ছিল প্রবীণেরও। চাকরি হারানোয় স্বাভাবিকভাবেই মানসিকচাপ ছিলই। এরই মাঝে বুধবার গভীর রাতে মৃত্যু হয় প্রবীরবাবুর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ব্রেন স্ট্রোকে মৃত্য হয়েছে শিক্ষকের। ইতিমধ্যেই চাকরিহারাদের তরফে মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেছেন আন্দোলনরত চাকরিহারারা।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ে বাতিল এসএসসির ২০১৬ সালের প্যানেল। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। গোটা প্যানেল বাতিল করে চলতি বছরের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। যদিও নতুন করে ফের পরীক্ষা দিতে নারাজ চাকরিহারাদের একাংশ। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে সরব তাঁরা। নিজেদের চাকরি ফেরানোর দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন যে, পরীক্ষায় বসতেই হবে।