• অনলাইনে ছুরি অর্ডার করে বাবা-মাকে খুন, মসজিদে তাণ্ডব! ছক কষেই কুকীর্তি মেমারির ইঞ্জিনিয়ারের?
    প্রতিদিন | ৩০ মে ২০২৫
  • সৌরভ মাজি, বর্ধমান: কয়েকদিন আগে অনলাইনে অর্ডার করে একটি ছুরি আনিয়েছিল হুমায়ুন কবীর ওরফে আসিফ। সেই ছুরিতেই বাবা মুস্তাফিজুর রহমান ও মা মমতাজ পরভিনকে খুন করেছে হুমায়ুন? নাকি কোনও পরিকল্পনায় বাদ সাধাতেই বাবা-মাকে গলার নলি কেটে খুন করেছে? খতিয়ে দেখছে পুলিশ।

    মেমারির কাজিপাড়া কাশিয়াড়া মোড়ের এই ঘটনা ঘটিয়ে বুধবার ভোরেই বনগাঁ চলে যায় হুমায়ুন। সেখানেও একটি মাদ্রাসায় ছুরি নিয়ে হামলা চালায় হুমায়ুন। সেখানে পুলিশের হাতে ধরাও পড়েছে সে। প্রাথমিকভাবে পূর্ব বর্ধমান জেলা পুলিশ মনে করছে কোনও পণ্যবাহী গাড়িতে করে বনগাঁ গিয়েছে হুমায়ুন। কিন্তু সেখানে গিয়ে কেন হামলা চালিয়েছে তা পূর্ব বর্ধমান জেলা পুলিশের কাছে স্পষ্ট নয়।

    স্থানীয় বাসিন্দা রাইহান আলি বলেন, “খুব মেধাবী ছিল হুমায়ুন। দিল্লি থেকে ফেরার পর মাঝে পাড়ার মসজিদে নমাজ পড়তে গিয়েছিল। মঙ্গলবার রাতেও বাবা মুস্তাফিজুর রহমানের সঙ্গে মসজিদে নমাজ পড়তে গিয়েছিল হুমায়ুন। সেই সময় কয়েকজন দেখেন হুমায়ুনের কাছে ছুরি রয়েছে। মুস্তাফিজুর গণ্যমান্য ব্যক্তি। সকলেই শ্রদ্ধা করেন তাঁকে। তাঁর ছেলে মসজিদে ছুরি নিয়ে যাওয়ায় আত্মসম্মানে লাগে হুমায়ুনের বাবার। তিনি হয়তো এই নিয়ে ছেলেকে কিছু বলেছিলেন। সেই কারণেই হয়তো এমনটা ঘটিয়ে থাকতে পারে। তবে সঠিক কারণ পুলিশই বলতে পারবে।”

    আর এক বাসিন্দা শোয়োব মহম্মদ বলেন, “ওই যে নৃশংসভাবে বাবা-মাকে খুন করে টেনে এনে রাস্তা ফেলে পালিয়ে যেতে পারে বিশ্বাসই হচ্ছে না। ওকে বাইরে থেকে দেখে কোনও কিছু বোঝা যেত না। ওর মনের ভিতরে কি আছে কেউ বুঝতে পারিনি। ওরা সম্ভ্রান্ত পরিবার। অর্থ, সম্পত্তির কোনও অভাব নেই। তারপরেও এমন কাণ্ড ঘটাবে কেন?” জানা গিয়েছে, বছর তিনেক আগে বিয়ে করেছিল হুমায়ুন। মাত্র কয়েকদিনের মধ্যে ডিভোর্সও হয়ে যায়। সে কারণে নৃশংস হয়ে গিয়েছে সে, তা নিয়েও উঠছে প্রশ্ন।

    এদিকে, হুমায়ুনের বাড়িতে তল্লাশিতে বেশ কিছু ধর্মীয় নথি, ল্যাপটপ থেকে ভিডিও পেয়েছে পুলিশ। বিভিন্ন ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত থাকার বিষয়েও জানতে পেরেছেন তদন্তকারীরা। বাংলাদেশের কুমিল্লার বাসিন্দা নাজমুল হুদার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত হুমায়ুন। তার বিষয়েও বিস্তারিত খোঁজ নিচ্ছে পুলিশ। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অর্ক বন্দ্যোপাধ্যায় জানান, আদালতে আবেদন জানিয়ে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে হুমায়ুনকে। তারপরই হয়তো স্পষ্ট হবে তদন্তের মোড়।
  • Link to this news (প্রতিদিন)