• চাকরি নিয়ে দোলাচল অব্যাহত! বঙ্গসফরে এলেই মোদির সঙ্গে দেখা করতে চান চাকরিহারারা
    প্রতিদিন | ২৮ মে ২০২৫
  • রমেন দাস: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পরীক্ষায় বসতেই হবে সুপ্রিম রায়ে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের। এই পরিস্থিতিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে চাইছেন চাকরিহারাদের একাংশ। এবিষয়ে চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল জানান,  “আগামিকাল আলিপুরদুয়ারে আসছেন মোদি। আমরা ওনার সঙ্গে দেখা করার উদ্যোগ নিচ্ছি। আমাদের প্রতিনিধিরা, যাঁরা ওই এলাকায় রয়েছেন, তাঁরা চেষ্টা করছেন। সুযোগ হবে কি না জানি না।” 

    সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের নির্দেশের সঙ্গেই জানিয়েছিল, নতুন করে পরীক্ষায় বসতে হবে চাকরিহারাদের। তবে এই বিষয়টাতে প্রথম থেকেই আপত্তি ছিল চাকরিহারাদের একাংশের। তাঁরা বারবার জানিয়েছিলেন,  পরীক্ষায় বসতে রাজি নন। এই মর্মে একাধিকবার মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে চিঠিও দিয়েছেন তাঁরা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আদালতের নির্দেশ না মেনে উপায় নেই। পরীক্ষায় বসতেই হবে। এসবের মাঝেই আগামিকাল আলিপুরদুয়ারে সভা করতে আসছেন। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন চাকরিহারারা। কলকাতায় আন্দোলনরত শিক্ষকরা এবিষয়ে আলিপুরদুয়ারের চাকরিহারাদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন।

    এবিষয়ে আলিপুরদুয়ারের চাকরিহারা শিক্ষিকা মৌমিতা পাল বলেন, “আমরা বেশ কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার জন্য সময় চাইছি। মাত্র ৫ মিনিটের জন্য সাক্ষাৎ করতে চাই। স্থানীয় সাংসদ, বিজেপির জেলা সভাপতির কাছেও গিয়েছি। যদি তাঁরা ব্যবস্থা করে দিতে পারেন তাই। জেলাশাসককে জানিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত কোনও সদুত্তর পাইনি।”
  • Link to this news (প্রতিদিন)