দেবব্রত মণ্ডল, বারুইপুর: সাতসকালে মাঠে মিলল কিশোরের ক্ষতবিক্ষত দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দক্ষিণ ২৪ পরগনার গোপালপুর পঞ্চায়েতর উত্তরপাড়া এলাকায়। খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কেন এই নৃশংসতা? নেপথ্যে লুকিয়ে মৃতেরই দুই মাসি নয় তো? উত্তর জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম আনারুল ঢালি (১৪)। দক্ষিণ ২৪ পরগনার গোপালপুর পঞ্চায়েতর উত্তরপাড়া এলাকার বাসিন্দা সে। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার পর বাড়ি থেকে বেরিয়েছিল আনারুল। তারপর থেকে আর তার খোঁজ মেলেনি। রাতে সর্বত্র খোঁজ নিলেও কোনও লাভ হয়নি। বুধবার সকালে মাঠের মধ্যে মেলে কিশোরের ক্ষতবিক্ষত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য।
মৃতের পরিবারের দাবি, খুন করা হয়েছে কিশোরকে। কিন্তু কেন? নেপথ্যে কে? অনুমান, এই ঘটনার পিছনে আনারুলের দুই মাসির হাত রয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, “তদন্ত করলে সত্য উদঘাটন হবে। এই খুনের সঙ্গে যাদের যোগ রয়েছে শীঘ্রই তাঁদের গ্রেপ্তার করা হবে।” দোষীদের শাস্তির দাবিতে সরব মৃতের পরিবারও।