সুমন করাতি, হুগলি: ভরদুপুরে ভরা বাজারে ভয়ঙ্কর কাণ্ড। নিজের দোকানের সামনে মাংস ব্যবসায়ীর গলায় ধারালো অস্ত্রের কোপ। অভিযোগের তির আরও এক মাংস ব্যবসায়ীর দিকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আক্রান্ত। তিনি বর্তমানে কলকাতার এক হাসপাতালে ভর্তি। অভিযুক্তের খোঁজে চলছে জোর তল্লাশি।
আহত আব্দুল কুরেশি। তিনি পেশায় মাংস ব্যবসায়ী। হুগলির শ্রীরামপুরের ধর্মতলা এলাকার বাসিন্দা। অন্যান্য দিনের মতো বুধবারও নির্দিষ্ট সময়ে দোকান খোলেন তিনি। চলছিল বিকিকিনি। ভরদুপুরে কিছুটা ফাঁকা ছিল দোকান। সেই সময় দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন ব্যবসায়ী আব্দুল। অভিযোগ, সেই সময় আরেক ব্যবসায়ী। আচমকা কিছু বুঝে ওঠার আগেই আব্দুলের গলায় ছুরির কোপ বসায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। এদিকে, পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছাড়ে অভিযুক্ত।
ওই ব্যবসায়ীর আর্তনাদে দৌড়ে আসেন স্থানীয়রা। তাঁকে উদ্ধার করে প্রথমে শ্রীরামপুর হাসপাতালে ভর্তি করা হয়। তবে ব্যবসায়ী অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাই তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, আক্রান্ত এবং অভিযুক্ত দু’জনেই পেশায় মুরগির মাংস বিক্রেতা। অভিযুক্তের মুরগির মাংসের দোকান আইনি পন্থায় আগেই বন্ধ করে দিয়েছিলেন আব্দুল। বর্তমানে মামলা চলছে। পুরনো শত্রুতার জেরে হামলা বলেই মনে করা হচ্ছে। তবে তার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।