‘তোলা’ দিতে নারাজ ট্রাকচালক, রাগে হামলার চেষ্টা সিভিক ভলান্টিয়ারের! ভাইরাল ভিডিও
প্রতিদিন | ২৮ মে ২০২৫
শেখর চন্দ্র, আসানসোল: দাবি মতো তোলা না পাওয়ার জের। রানিগঞ্জে ট্রাকচালকের সঙ্গে দুর্ব্যবহার, হামলার চেষ্টার অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ঘটনার ভিডিও। বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশ।
গত সোমবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে এই ঘটনা। একটি ট্রাক দাঁড় করিয়ে চালকের কাছে টাকা দাবি করেন রানিগঞ্জের সিভিক ভলান্টিয়ার সোমনাথ মণ্ডল। ট্রাকচালক টাকা দিতে রাজি হননি। অভিযোগ, সেই সময় ওই সিভিক ভলান্টিয়ার তাঁর উপর হামলা চালায়। গাড়ির চালক মোবাইল ফোনে সেই ঘটনা ক্যামেরাবন্দি করছেন দেখে আরও ক্ষেপে ওঠেন সোমনাথ। অভিযোগ, তখন নিজেকে আমজনতা প্রমাণে পোশাক খুলে ট্রাক চালকের উপর হামলা চালানোর চেষ্টা করেন তিনি। যদিও অন্যান্য পুলিশ কর্মীরা তাঁকে বাধা দেয়।
গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইতিমধ্যেই শাস্তির মুখে পড়েছেন ওই সিভিক ভলান্টিয়ার। আপাতত কাজ থেকে সরানো হয়েছে তাঁকে। পাশাপাশি সোমনাথের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, ভাইরাল ভিডিওর সত্যতা মিলেছে। উল্লেখ্য, এই প্রথম নয়। রাতের বেলা অধিকাংশ ক্ষেত্রেই ট্রাকচালকের এই ধরনের হেনস্তার মুখোমুখি হন। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ জানিয়েও কাজ হয় না বলেই দাবি।