• ফুটবলের নেশাই কাল! খেলতে খেলতে গোলপোস্ট ভেঙে চাকদহে প্রাণ গেল শিশুর
    প্রতিদিন | ২৮ মে ২০২৫
  • সুবীর দাস, কল্যাণী: ফুটবল খেলতে যাওয়াই কাল কাল! গোলপোস্ট ভেঙে মৃত্যু শিশুর। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার শিকারপুর বেলে মাঠ এলাকায়।

    মৃতের নাম বিশাল মণ্ডল। বয়স ৭ বছর। বাড়ি মদনপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলেমাঠ এলাকায়। মদনপুর শিকারপুর রামমোহন প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। পরিবার সূত্রে জানা গিয়েছে, বরাবরই ফুটবল খেলতে ভালোবাসে বিশাল। প্রতিদিন বিকেল হলেই সহপাঠীদের নিয়ে ফুটবল খেলতে যেত শিশুটি। মঙ্গলবারও গিয়েছিল সে। আর সেটাই কাল হল। কোল খালি হয়ে গেল তার মায়ের!

    প্রতিদিন বিকেলে এলাকার শিশুরা স্থানীয় মাঠে খেলাধুলা করে। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলেও অন্যান্য শিশুদের সঙ্গে বিশাল খেলতে গিয়েছিল। খেলার সময় হঠাৎই দুর্ঘটনাটি ঘটে। হঠাৎই তার গায়ের উপরে ফুটবল খেলার গোল পোস্ট ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে ছুটে আসে অন্যান্যরা। জখম শিশুকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা জখম শিশুকে মৃত বলে ঘোষণা করে। বিশালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। বিশালের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না তার পরিবার, খেলার সঙ্গী থেকে শুরু করে প্রতিবেশীরা।
  • Link to this news (প্রতিদিন)