• ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে লক্ষাধিক টাকা লুট, বাধা পেয়ে দুষ্কৃতীদের গুলিতে ‘খুন’ যুবক
    প্রতিদিন | ১২ মে ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে টাকা লুট করে পালাচ্ছিল দুষ্কৃতীরা। স্থানীয়রা তাদের বাধা দিলে দুষ্কৃতীরা গুলি চালায়। গুলিতে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম গোবিন্দ পাঁজা(৩২)। রবিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বিষ্ণুপুর থানার পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের ধাড়াপাড়া এলাকায় বাড়ি মুরগি ব্যবসায়ী শঙ্কর ধারার। তাঁর কর্মচারী দেবাশিস প্রামাণিক রাতে টাকা দিতে এসেছিলেন শঙ্কর ধারাকে। সেসময় ওই ব্যবসায়ীর বাড়ির পাশের কলাবাগান থেকে ওই চার দুষ্কৃতী প্রথমে গুলি ছোড়ে বলে অভিযোগ। এরপর মারধর করে ওই লক্ষাধিক টাকা লুট করে দুটি বাইক চালিয়ে পালানোর চেষ্টা করে। দুষ্কৃতী হানা দেওয়ার কথা প্রতিবেশীরা জানতে পেরেছিলেন। তাঁরাই দুষ্কৃতীদের ধরতে রাস্তায় নামেন। পালানোর পথে স্থানীয়দের বাধা দেখে গুলি চালায় দুষ্কৃতীরা। সেই গুলি লাগে স্থানীয় গোবিন্দ পাঁজা নামে ওই যুবকের। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। সেই সুযোগেই দ্রুতগতিতে বাইক চালিয়ে পালিয়ে যায় ওই চার দুষ্কৃতী।

    রক্তাক্ত ওই যুবককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সেই কথা জানাজানি হতেই এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। ওই এলাকার মাত্র এক কিলোমিটারের মধ্যে রয়েছে নেপালগঞ্জ পুলিশ ফাঁড়ি। তারপরও কীভাবে এই দুষ্কৃতী দৌরাত্ম্য হয়? সেই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়ী শঙ্কর ধাড়ার অভিযোগ, গত একমাস আগেও তার দোকানে দুষ্কৃতীরা হানা দিয়েছিল। সেসময় মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বেশ কয়েক লক্ষ টাকা লুট হয়েছিল।
  • Link to this news (প্রতিদিন)