• স্ত্রীর সঙ্গে পরকীয়া মানতে পারেননি! হুগলিতে বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে ‘খুন’ যুবকের
    প্রতিদিন | ১২ মে ২০২৫
  • সুমন করাতি, হুগলি: অভিযোগ, বন্ধুর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী। সেই ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদও চলছিল। বিবাদ মেটানোর জন্য বন্ধুকে ডেকে নিয়ে আসা হয়েছিল। মীমাংসার বদলে ধারালো অস্ত্র দিয়ে ‘খুন’ করা হল ওই বন্ধুকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির পোলবা এলাকায়। মৃত যুবকের নাম রাজ বর্মণ। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত অভিজিৎ সরকারকে গ্রেপ্তার করেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

    জানা গিয়েছে, প্রায় চার বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল হুগলির মহানাদের বাসিন্দা সাগরিকা ও নবদ্বীপের অভিজিৎ সরকার। অভিজিতের বন্ধু ছিলেন উত্তর ২৪ পরগনার হালিশহর নিবাসী রাজ বর্মণ। সেই সূত্রে সাগরিকা ও রাজের মধ্যেও আলাপ হয়েছিল। অভিযোগ, সেই আলাপ আরও বাড়তে থাকে, রাজ ও সাগরিকার ফোনালাপ চলতে থাকে। অভিযোগ, দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। সেই বিষয়টি জানতে পেরে যান অভিজিৎ সরকার।

    এরপরেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ বাড়তে থাকে। তীব্র অশান্তি তৈরি হয়। রাজের সঙ্গে স্ত্রীকে যোগাযোগ রাখতে বারণ করেছিলেন অভিজিৎ। যদিও সেই যোগাযোগ রাজ ও সাগরিকা রেখেছিলেন বলে খবর। এই পরিস্থিতিতে স্বামী-স্ত্রীর অশান্তি আরও চরমে ওঠে। সেই পরিস্থিতিতে শুক্রবার বাপেরবাড়ি চলে এসেছিলেন সাগরিকা। শনিবার শ্বশুরবাড়িতে গিয়েছিলেন অভিজিৎ। সেখানেও বিবাদ হয়। শেষপর্যন্ত বিবাদ মেটানোর জন্য রাজ বর্মণ মহানাদ এলাকায় রবিবার যান। ওই এলাকার একটি মন্দিরে কাছে তিনজনে আলোচনায় বসেন। কথাবার্তা চলার মধ্যেই রাজকে ধারালো ছুরি দিয়ে অভিজিৎ আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাজ।

    দ্রুত ওই যুবককে উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত অভিজিৎ সরকারকে গ্রেপ্তার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সাগরিকার অভিযোগ, অভিজিৎ একটি দোকান থেকে ওই ছুরি কিনে এনেছিল। ঘটনার সঙ্গে আর কেউ জড়িয়ে আছে, কিনা পুলিশ খতিয়ে দেখছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (প্রতিদিন)