শিয়ালদহের ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা। ভোর ৫টা ৫ মিনিটে হাসপাতালের দোতলা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়। খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। দমকল সূত্রে খবর, সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।
আগুন লাগার খর পেয়েই আতঙ্ক ছড়ায় ওই হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং তাঁদের পরিজনেদের মধ্যে। ভোরে আগুন লাগায় সেই সময় অনেকেই ঘুমোচ্ছিলেন। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে অগ্নিকাণ্ডের জেরে হাসপাতালে কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। স্পষ্ট নয় আগুন লাগার কারণও। আগুন নিয়ন্ত্রণে এলে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ খতিয়ে দেখবে দমকল। আগুন কী ভাবে দ্রুত ছড়িয়ে পড়ল, তা-ও খতিয়ে দেখা হবে।