আইএসএলের প্রথম দিনই নামছে মোহনবাগান, বাকি দুই প্রধান কবে নামবে? ঘোষিত চার মাসের সূচি
আনন্দবাজার | ২৫ আগস্ট ২০২৪
প্রকাশিত হল আইএসএলের প্রথম চার মাসের সূচি। ডিসেম্বর পর্যন্ত সূচি প্রকাশ করা হল রবিবার। প্রথম দিনই মাঠে নামছে গত বারের লিগ-শিল্ড জয়ী মোহনবাগান। বিপক্ষে মুম্বই সিটি এফসি, যারা আইএসএলের ট্রফি জিতেছে। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭.৩০টা থেকে যুবভারতীতে শুরু হচ্ছে আইএসএল।
মোহনবাগানের ম্যাচের পরের দিনই খেলতে নামবে ইস্টবেঙ্গল। তবে ঘরের মাঠে নয়, তারা অ্যাওয়ে ম্যাচে নামবে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। গত বছর আই লিগ জেতার সুবাদে এ বারই প্রথম আইএসএলে খেলার সুযোগ পেয়েছে মহমেডান স্পোর্টিং। তাদের অভিযান শুরু হচ্ছে ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে, ১৬ সেপ্টেম্বর।
পরের আইএসএলের প্রথম কলকাতা ডার্বি হবে ১৯ অক্টোবর। যুবভারতীতে সন্ধ্যা ৭.৩০টা থেকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে মোহনবাগান। সেই ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল।
এ বার মহমেডান যোগ দেওয়ার চারটি ‘মিনি ডার্বি’ও হতে চলেছে আইএসএলে। প্রথম ‘মিনি ডার্বি’তে মোহনবাগান খেলবে মহমেডানের বিরুদ্ধে। সেই ম্যাচ ৫ অক্টোবর, যুবভারতীতেই।