• হাওড়া-তারকেশ্বর লোকালে আগুন আতঙ্ক, কামরার নীচ থেকে ধোঁয়া বার হওয়ায় চাঞ্চল্য কামারকুণ্ডু স্টেশনে
    আনন্দবাজার | ২৪ আগস্ট ২০২৪
  • হাওড়া থেকে তারকেশ্বরগামী লোকালে আগুন আতঙ্ক ছড়াল। কামারকুণ্ডু স্টেশনে তারকেশ্বরগামী ওই ট্রেনের একটি কামরার নীচ থেকে আচমকাই ধোঁয়া বেরোতে দেখান যাত্রীরা। খবর যায় ট্রেনের চালক এবং ইঞ্জিনিয়ারদের কাছে। তড়িঘড়ি সেখানে রেলের কর্মী এবং ইঞ্জিনিয়াররা গিয়ে মেরামতির কাজ শুরু করেন।

    জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ট্রেনটি কামারকুণ্ডু স্টেশনে পৌঁছয়। তখনই ট্রেনের একটি কামরার নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আর তাতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী ভয়ে প্ল্যাটফর্মে নেমে পড়েন। যদিও রেলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান্ত্রিক ত্রুটি মেরামত করে।

    রেল সূত্রে খবর, ব্রেক বাইন্ডিংয়ের কারণে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছিল। তবে রেলের কর্মীরা এসে ব্রেক মেরামতি করার পর ট্রেনটি গন্তব্যের দিকে রওনা হয়। এই ঘটনার জেরে কামারকুণ্ডু স্টেশনে ট্রেনটি বেশ কিছু ক্ষণ দাঁড়িয়ে ছিল। তবে এই ঘটনার জেরে ওই শাখায় ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি বলেই রেল সূত্রে খবর।
  • Link to this news (আনন্দবাজার)