• তিস্তা ক্যানালে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর, ইসলামপুরে শোকের ছায়া
    আনন্দবাজার | ১৯ আগস্ট ২০২৪
  • তিস্তা ক্যানালে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাপুর ক্যানেল এলাকার ঘটনা।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর ১২টা নাগাদ কমলাপুরে তিস্তা ক্যানেলে স্নান করতে নেমেছিল এক দল কিশোর। সাঁতার কেটে কয়েক জন গভীর জলে চলে যায়। ওই দুই কিশোর সাঁতার না জানায় জলে নেমে তলিয়ে যায়। মৃত দু’জন ইসলামপুরের আলিনগরের বাসিন্দা। দু’জনের বয়স ১২ এবং ১৩ বছর।

    মহম্মদ সলমন নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রতিদিন এই ক্যানালে বহু মানুষ স্নান করতে আসেন। ওই দুই কিশোরও এসেছিল। তাদের সঙ্গে ছিল এক শিশু। সেই শিশুটি সাঁতার না জানায় ক্যানালের পারে বসেছিল। জলে নেমে তলিয়ে যায় দুই কিশোর। ওই শিশুর চিৎকারে তখন আশপাশের লোক জন ছুটে আসেন। ক্যানালে নেমে দুই কিশোরকে উদ্ধার করা হলেও প্রাণ বাঁচানো যায়নি। মৃতদের পরিবারকে ফোন করে খবর দেয় ওই শিশুই। তারা উপস্থিত হয় ঘটনাস্থলে।
  • Link to this news (আনন্দবাজার)