• স্কুল শিক্ষা দফতর সহ রাজ্যের বিভিন্ন দফতরে সচিব বদল, নতুন দায়িত্বে কারা এলেন?
    হিন্দুস্তান টাইমস | ০১ আগস্ট ২০২৪
  • পশ্চিমবঙ্গ সরকারের একাধিক সচিব পর্যায়ের আধিকারিকের রদবদল করা হল এবার।  আইএএস অফিসার ও একাধিক ডব্লিউবিসিএস অফিসারকে বদলি করা হল এবার। 

    স্কুল শিক্ষা দফতর ও উচ্চশিক্ষা দফতরের প্রিন্সিপাল সে্ক্রেটারির দায়িত্ব দেওয়া হল বিনোদ কুমারকে। তিনি এতদিন প্রিন্সিপাল সেক্রেটারি এর দায়িত্ব সামলাচ্ছিলেন। ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ারের স্টেট এডিটরে দায়িত্বও থাকছে তাঁর উপর। ১৯৯৬ সালের আইএএস তিনি। 

    মণীষ জৈনকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির দায়িত্বে বদলি করা হল।

     জিটিএ সচিবের পদে আনা হল বিজয় ভারতীকে। 

    আইএএস মহম্মদ গুলাম আলি আনসারি আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। 

    পিবি সেলিম মুখ্য়মন্ত্রীর অফিসের মনিটরিং ও কোর অর্ডিনেশনের দায়িত্বে থাকছেন। WBPDCL-এর চেয়ারম্যান ও এমডির দায়িত্বও তিনি সামলাবেন। সংখ্য়ালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের অতিরিক্ত দায়িত্বও থাকছে তাঁর উপর। 

    স্টেট গেজেটিয়ার্সের সিনিয়র স্পেশাল সেক্রেটারির দায়িত্বে থাকছেন আইএএস সৌম্য পুরকায়েত। 

    টেকনিকাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের সিনিয়র স্পেশাল সেক্রেটারির দায়িত্বে আসছেন আইএএস শ্রীমতি যয়শী দাশগুপ্তা। 

    পিই ও আইআর বিভাগের সিনিয়র স্পেশাল সেক্রেটারির দায়িত্বে থাকবেন আইএএস শিলাদিত্য বসু রায়। 

    উচ্চশিক্ষা দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারির দায়িত্বে আসছেন আইএএস অমিত রায় চৌধুরী। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)