স্কুল শিক্ষা দফতর সহ রাজ্যের বিভিন্ন দফতরে সচিব বদল, নতুন দায়িত্বে কারা এলেন?
হিন্দুস্তান টাইমস | ০১ আগস্ট ২০২৪
পশ্চিমবঙ্গ সরকারের একাধিক সচিব পর্যায়ের আধিকারিকের রদবদল করা হল এবার। আইএএস অফিসার ও একাধিক ডব্লিউবিসিএস অফিসারকে বদলি করা হল এবার।
স্কুল শিক্ষা দফতর ও উচ্চশিক্ষা দফতরের প্রিন্সিপাল সে্ক্রেটারির দায়িত্ব দেওয়া হল বিনোদ কুমারকে। তিনি এতদিন প্রিন্সিপাল সেক্রেটারি এর দায়িত্ব সামলাচ্ছিলেন। ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ারের স্টেট এডিটরে দায়িত্বও থাকছে তাঁর উপর। ১৯৯৬ সালের আইএএস তিনি।
পিবি সেলিম মুখ্য়মন্ত্রীর অফিসের মনিটরিং ও কোর অর্ডিনেশনের দায়িত্বে থাকছেন। WBPDCL-এর চেয়ারম্যান ও এমডির দায়িত্বও তিনি সামলাবেন। সংখ্য়ালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের অতিরিক্ত দায়িত্বও থাকছে তাঁর উপর।