• নবান্নে মুখ্যমন্ত্রী–কুমার মঙ্গলম বিড়লার সাক্ষাৎ, বিপুল বিনিয়োগ হতে চলেছে বাংলায়
    হিন্দুস্তান টাইমস | ৩১ জুলাই ২০২৪
  • আজ, মঙ্গলবার দুপুরে নবান্নে হাজির হন আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দু’‌পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। বাংলায় ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে মুম্বইয়ের বহুজাতিক সংস্থা আদিত্য বিড়লা গ্রুপ। এই কথা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান। আজ আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম এই কথা জানানোর পর খুশি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করতেই সবরকম সাহায্যের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে সৌজন্য সাক্ষাৎ বললেও বিনিয়োগের কথা অস্বীকার করেননি। আজ এই বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তখনই গোটা বিষয়টি সামনে আসে। সূত্রের খবর, বাংলায় সিমেন্ট এবং রঙ কারখানা তৈরির পাশাপাশি একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলতে চান কুমার মঙ্গলম বিড়লা। সে কথা তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। গোটা বিষয়টিই প্রকাশ্যে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিমেন্ট, ফাইবার, টেক্সটাইল, রাসায়নিক, রিয়েল এস্টেট, ট্রেডিং, মাইনিং, বিনোদন–সহ দেশজুড়ে নানা ধরণের ব্যবসা রয়েছে বিড়লা গ্রুপের।

    আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর এক্স হ্যান্ডেলে সবটা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‌মঙ্গলবার বিড়লা গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হল। তিনি বাংলায় শিল্পের অনুকুল পরিবেশের প্রশংসা করেছেন এবং বাংলায় ৫ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন। সিমেন্ট এবং রঙের ব্যবসায় তাঁদের বিনিয়োগ রয়েছে। বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান বাংলায় গড়ে তুলতে চান তাঁরা। এছাড়া আরও নতুন কিছু ক্ষেত্রে বিনিয়োগ করতে চান তাঁরা। সমস্ত বিষয়ে আলোচনা করে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছি আমি।’‌


    বাংলায় এখন শিল্প এবং নতুন উদ্যোগ আসুক সেটা চান মুখ্যমন্ত্রী। কারণ রাজ্যের সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়। তাই বাংলায় শিল্প ও কলকারখানা গড়ে উঠুক চান মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই লগ্নি টানতে তিনি বিদেশ পাড়ি দিয়েছিলেন। সেখান থেকেও সাড়া মিলেছে। তার উপর এমন শিল্পপতিরা যদি এগিয়ে আসেন তাহলে বাংলার ছেলে–মেয়েদের কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রী জানান, বিড়লা গ্রুপ আগামীদিনে বাংলায় আরও বিনিয়োগের আশ্বাস দিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও তাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এখন বাংলায় হরতাল শব্দটি উঠে হয়েছে। শিল্প স্থাপনের জন্য রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে ল্যান্ড ব্যাঙ্কও তৈরি করেছে। সূত্রের খবর, নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বিড়লা গ্রুপকে শিল্পের জন্য প্রস্তাবিত জমির কথাও বলেছেন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)