• শিয়ালদা ও হাওড়ায় ২৯ লোকাল ট্রেন বাতিল রবিবার, কোনগুলি চলবে না? টাইমটেবিল রইল
    হিন্দুস্তান টাইমস | ২৮ জুলাই ২০২৪
  • কাজের জন্য রবিবার হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে ২৯টি লোকাল ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রবিবার হাওড়া-বর্ধমান কর্ড লাইন, বর্ধমান-হাওড়া এবং খানা-গুমানি শাখায় মেগা ট্র্যাফিক এবং ব্লক রাখা হয়েছে। তার জেরে রবিবার চারটি লোকাল ট্রেন বাতিল থাকবে। অন্যদিকে, শনিবার রাত ১১ টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ৭ টা ৩০ মিনিট পর্যন্ত ট্র্যাফিক ব্লক থাকবে নৈহাটি-ব্যান্ডেল শাখার নৈহাটি-গরিফার আপ লাইনে। তার জেরে ২৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কোন লাইনে কোন কোন ট্রেন বাতিল থাকবে, সেটার তালিকা দেখে নিন।

    ১) ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল ট্রেন: বেলা ১২ টা ১৫ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ে। 

    ২) ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল ট্রেন: বেলা ১ টায় কাটোয়া থেকে ছাড়ে। 

    ৩) ৩৬৮২৩ হাওড়া-বর্ধমান লোকাল ট্রেন : সকাল ১০ টা ১৭ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।

    ৪) ৩৬৮৪৪ বর্ধমান-হাওড়া লোকাল ট্রেন : দুপুর ৩ টে ২৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়ে।


    ১) আপ ৩৭৫২১: ভোর ৪ টে ৪০ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।

    ২) আপ ৩৭৫২৩: সকাল ৬ টা ১৮ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।

    ৩) আপ ৩৭৫২৫: সকাল ৭ টা ৩০ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে। 

    ৪) আপ ৩৭৫২৭: সকাল ৭ টা ৫৫ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।

    ৫) ডাউন ৩৭৫২২: ভোর ৪ টে ১০ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ে।

    ৬) ডাউন ৩৭৫২৪: ভোর ৪ টা ৩২ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ে।

    ৭) ডাউন ৩৭৫২৬: সকাল ৬ টা ৪৫ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ে।

    ৮) ডাউন ৩৭৫২৮: সকাল ৭ টা ২১ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ে।

    ১) আপ ৩১৮১১: রাত ৩ টে ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে। 

    ২) আপ ৩১৮১৩: ভোর ৫ টা ৩৭ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    ৩) ডাউন ৩১৮১২: ভোর ৪ টে ২০ মিনিটে কৃষ্ণনগর থেকে ছাড়ে।  

    ৪) ডাউন ৩১৮১৪: ভোর ৫ টায় কৃষ্ণনগর থেকে ছাড়ে।

    ১) আপ ৩১৫১১: ভোর ৪ টে ৩৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    ২) আপ ৩১৫১৩: সকাল ৬ টায় শিয়ালদা থেকে ছাড়ে।

    ৩) ডাউন ৩১৫১৪: ভোর ৪ টে ৪৬ মিনিটে শান্তিপুর থেকে ছাড়ে।

    ৪) ডাউন ৩১৫১৬: ভোর ৫ টা ৫২ মিনিটে শান্তিপুর থেকে ছাড়ে।


    ১) আপ ৩১৬১১: ভোর ৫ টা ৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    ২) ডাউন ৩১৬১৪: সকাল ৬ টা ৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।

    ১) আপ ৩১১৯১: ভোর ৪ টে ১০ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।

    ১) আপ ৩১৩১১: ভোর ৪ টে ১২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    ২) আপ ৩১৩১৩: ভোর ৫ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    ৩) ডাউন ৩১৩১৪: সকাল ৬ টা ২ মিনিটে কল্যাণী সীমান্ত থেকে ছাড়ে।

    ৪) ডাউন ৩১৩১৬: সকাল ৭ টা ১০ মিনিটে কল্যাণী সীমান্ত থেকে ছাড়ে।

    ১) আপ ৩১৭১১: ভোর ৫ টায় নৈহাটি থেকে ছাড়ে।

    ২) ডাউন ৩১৭১২: ভোর ৪ টে ৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।

    আরও পড়ুন: ITR Fraud: সাবধান! ইনকাম ট্যাক্স রিটার্নের নাম করে আসছে ভুয়ো মেসেজ, ক্লিক করলেই হাওয়া হবে টাকা
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)