• চোপড়াকাণ্ডে MLA হামিদুল রহমানকে শোকজ, ‘মুসলিম রাষ্ট্র’ নিয়ে কী বললেন বিধায়ক?
    হিন্দুস্তান টাইমস | ০৩ জুলাই ২০২৪
  • অবশেষে চোপড়াকাণ্ডে ড্য়ামেজ কন্ট্রোলে নেমে পড়ল তৃণমূল। এবার চোপড়ার ঘটনায় স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানকে শোকজ করা হল। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব তাঁকে শোকজ করেছেন। জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল তাঁকে শোকজ করেছেন। তবে রাজ্য তৃণমূল নেতৃত্বের নির্দেশেই তাঁকে শোকজ করা হয়েছে বলে খবর। সূত্রের খবর মহিলা ও এক যুবককে মারধরের ঘটনায় অভিযুক্ত তাজিমুল ইসলামকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। আর এই তাজিমুল ওরফে জেসিবিকে প্রাথমিকভাবে আড়াল করার চেষ্টা করেছিলেন হামিদুল। এমনটাই অভিযোগ। পরে পরিস্থিতি বিগড়ে যাচ্ছে আঁচ করেই তিনি দ্রুত অবস্থান বদলে ফেলেন। 

    এদিকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দাবি করেছিলেন যে হামিদুল প্রথমদিকে বক্তব্য রাখার সময় আমাদের মুসলিম রাষ্ট্র কথাটি বলেছেন। এনিয়েই বিভিন্ন মহলে শোরগোল পড়ে যায়। 

    তবে এবার সেই হামিদুলকে শোকজ করল দল। জবাব দেওয়ার জন্য তাকে সাতদিন সময় দেওয়া হয়েছে। হামিদুল জবাব দেওয়ার পরে সেটা রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দেওয়া হবে। 

    এদিকে মঙ্গলবার চোপড়া যাওয়ার কথা ছিল রাজ্যপালের। কিন্তু তিনি গেলেন না। এনিয়ে তৃণমূল বিধায়ক হামিদুল রহমান জানিয়েছেন, আমরা তো স্বাগত জানিয়েছিলাম। কিন্তু তিনি আসলেন না। এলে তো আসল তথ্যটা সামনে আসত। তবে তিনি আসেননি সেটা তাঁর ব্যাপার। জেসিবির সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভালো সম্পর্ক বলতে কী বলছেন। আমি তো ওর বাড়িতে গিয়ে হাল চাষ করি না। আইনি ব্যবস্থা যা হচ্ছে হোক। জেসিবি যা ভুল করছে তার শাস্তি হবে। আমি বলেছি মুসলিম কাস্ট হিসাবে ওরা বসেছিল। আপনারা মুসলিম রাষ্ট্র বলে উল্লেখ করলেন। এটা নিয়ে গোটা দুনিয়া জুড়ে তোলপাড় করে দিলেন। আমি তো বলছি ওটা দুঃখজনক ঘটনা। ভুলের শাস্তি তো ও পাবেই। রাজ্যপাল আসতে পারেন বলে শুনেছিলাম। রাজ্যপাল এখানে এলে ভালো হত। রাজ্যের মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। জানতে চেয়েছিলেন। আমি বলে দিয়েছি, দুঃখপ্রকাশ করেছি।

    এদিকে সেই ভিডিয়োতে দেখা গিয়েছিল এক যুবক ও এক তরুণীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হচ্ছে। সেই ঘটনায় সামনে আসে চোপড়ার এক দাপুটে তৃণমূল নেতা তাজিমুলের নাম। তিনি এলাকায় পরিচিত জেসিবি বলে।  জেসিবি যে প্রথমবার এমন করলেন তা নয়, এর আগেও তিনি একাধিকবার এই ধরনের সালিশির সঙ্গে যুক্ত থেকেছেন। সেই জেসিবি আবার তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)