• বাড়ির আলমারিতে বিস্ফোরণ! বাগুইআটিতে ব্যাপক চাঞ্চল্য, আহত ১
    হিন্দুস্তান টাইমস | ২৯ জুন ২০২৪
  • শুক্রবার রাতে তীব্র শব্দে কেঁপে ওঠে বাগুইআটির অর্জুনপুর এলাকা। সেখানে একটি বাড়ির ভিতর বিস্ফোরণের জেরে এলাকায় চাঞ্চল্য শুরু হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাড়ির ভিতর এক আলমারিতে এই বিস্ফোরণ হয়।  খবর, এক কিশোরী নিজের বাড়িতে ঢোকার সময় বাড়ির দরজা খুলতেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে গিয়েছে বলে খবর। ঘটনার পর বাড়ির আলমারি দুমড়ে মুচড়ে গিয়েছে। ওই কিশোরী এই ঘটনায় আহত হয়েছে। তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    প্রশ্ন উঠছে ওই আলমারিতে কী এমন ছিল? যার জেরে এই ভয়াবহ বিস্ফোরণ হয়? শুক্রবার রাত ১০ টা নাগাদ বাগুইআটির এই বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়। আপাতত সেখানে ফরেন্সিক টিম যাচ্ছে বলে খবর। যে ঘরে আলমারিটি রয়েছে, সেই ঘরটি সিল করা হয়েছে বলে খবর। রাতে ওই  বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, বাড়িটির আশপাশের পড়শিদের বাড়ির দরজা জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতে ওই বিস্ফোরণের শব্দ পেতেই এলাকার বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে পড়েন। কী থেকে ওই বিস্ফোরণ, তা কেউ বুঝতে পারছেন না। কারণ ঘিরে ধোঁয়াশা এখনও জারি। জানা গিয়েছে, ঘরটির মধ্যে ২ টি আলমারি ছিল। বিস্ফোরণের পর দুটি আলমারিই দুমড়ে মুচড়ে গিয়েছে। তবে দেখা যাচ্ছে, বাড়ির সিলিন্ডার অক্ষত অবস্থায় রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান কোনওভাবে গ্যাস লিক হয়েছিল। তার জেরে কিছু ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান।

    জানা গিয়েছে, বিস্ফোরণের সময় ওই ঘরে কেবল ওই কিশোরীই ছিলেন। মূলত এই বাড়িতে, এক মহিলা তাঁর কিশোরী মেয়েকে নিয়ে থাকতেন। কিশোরা টিউশন থেকে বাড়ি ফিরে দরজা খোলেন। খুলতেই ঘরের সুইচ অনও করেন। তারপরই এই কাণ্ড বলে খবর। ঘটনার পর বাড়ির আলমারি দুমড়ে মুচড়ে যেতেই সন্দেহ, ওই আলমারি থেকেই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের জেরে আশপাশের বাড়ির জানলার কাচ ভেঙে গিয়েছে বলে খবর। আশপাশের অনেকেরই অভিযোগ, আলমারিতে এমন কিছু ছিল, যার জেরে এই বিস্ফোরণ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)