নিজস্ব সংবাদদাতা, বহরমপুর, ১১ মে? মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান শুক্রবার শেষ মুহূর্তের প্রচার চালালেন কান্দিতে৷ পায়ে হেঁটে তিনি কান্দির অলি-গলি ঘোরেন৷ এদিন তিনি জীবন্তির উগ্র হাটপাড়া থেকে প্রচার শুরু করেন৷ এরপর এক এক করে গোকর্ণ খোসবাসপুর, বায়েনপাড়া, বাবুপাবা ইত্যাদি গ্রামে তিনি প্রচার করেন৷ কখনো বাড়ি বাড়ি গিয়ে, কখনো দোকানের ভিতরে ঢুকে সারেন জনসংযোগ৷ পায়ে হেঁটে প্রচারের পরে তিনি হুড খোলা গাড়িতে চেপেও প্রচার সারেন বিস্তীর্ণ এলাকা জুড়ে৷ গ্রামীণ এলাকায় প্রচার সেরে তিনি কান্দি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে পায়ে হেঁটে প্রচার করেন৷ সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার, কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক প্রমুখ৷
এদিন কান্দি বাসস্ট্যান্ড থেকে পায়ে হেঁটে প্রচারের সময় নিজের ঠাকুর ঘর থেকে গোপাল নিয়ে এসে ইউসুফ পাঠানকে বরণ করেন মন্থনা বাগদি নামে এক মহিলা. গোপাল দিয়ে ইউসুফের কপাল এবং বুকে বরণ করেন তিনি৷ পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার বাড়ির গোপাল তৃণমূল প্রার্থীকে আশীর্বাদ করল৷ উনি যাতে জয়ী হতে পারেন সেজন্য গোপাল তাকে আশীর্বাদ করল৷ আমার তো আর কিছু নেই৷ তাই ঘরের গোপাল নিয়ে এসেই তৃণমূল প্রার্থীকে বরণ করলাম৷’
প্রচারের ফাঁকেই মুখোমুখি হয়ে সাংবাদিকদের. এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘গ্রাম অথবা শহর যেখানেই প্রচারে যাচ্ছি, মানুষের প্রেম, ভালোবাসা পাচ্ছি৷ তারা আশীর্বাদ করছেন৷ আমার জন্য দোয়া করছেন৷ তারা বহরমপুর কেন্দ্রে পরিবর্তন চাইছেন৷ প্রায় ৫৫ দিন ধরে বহরমপুর লোকসভা এলাকায় রয়েছি৷ একইরকমভাবে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি৷ ৪ জুনের পরে যে মানুষের এই বিপুল ভালোবাসা আমি ফিরিয়ে দেবো আমার কাজের মধ্য দিয়ে৷’