নিজস্ব প্রতিনিধি? এবারের আইপিএল ক্রিকেটের দারুন ফর্মে আছেন বিরাট কোহলি৷ তাঁর চওড়া ব্যাটে ভর করে প্লে অফে ওঠার স্বপ্ন জিইয়ে রেখেছে আরসিবি৷ আইপিএল শেষ হলেই বেজে উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা৷ সেখানে যে তিনি ভারতের প্রধান শক্তি হয়ে উঠবেন, সে কথা বলাই বাহুল্য৷ এবার সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন জাতীয় দলের জার্সিতে কীভাবে ব্যবহার করা উচিত কোহলিকে৷
চলতি আইপিএলে তিনি অরেঞ্জ টুপির দৌড়ে এক নম্বরে রয়েছেন৷ এখনও পর্যন্ত ১২ ম্যাচে করেছেন ৬৩৪ রান৷ দ্রুতগতিতে রান তুলে সমালোচকদেরও মুখ বন্ধ করে দিয়েছেন৷ পাঞ্জাবের বিরুদ্ধে ওপেন করে ৪৭ বলে ৯২ রানের ইনিংস খেলেন৷ তার পরই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির প্রশংসা আদায় করে নেন কোহলি৷
সেই প্রসঙ্গে সৌরভ জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপে কোথায় খেলানো উচিত বেঙ্গালুরু তারকাকে৷ তিনি বলেন, “বিরাট এই মুহূর্তে অসাধারণ ক্রিকেট খেলছে৷ যেভাবে পাঞ্জাবের বিরুদ্ধে দ্রুত রান করল, তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওকে ওপেনার হিসেবে ব্যবহার করা উচিত৷” অর্থাৎ সৌরভও চান, বেঙ্গালুরুর মতো করেই বিরাটকে ব্যবহার করুক জাতীয় দল৷ সেক্ষেত্রে রোহিত শর্মার সঙ্গে মাঠে নামতে দেখা যাবে তাঁকে৷
শুধু বিরাট নন, পুরো ভারতীয় দল নিয়েই সৌরভ আশাবাদী৷ তিনি বলেন, “খুব ভালো দল নিয়ে যাচ্ছে ভারত৷ আমার মতে, এটাই সবচেয়ে শক্তিশালী দল৷ ব্যাটিংয়ে যেমন গভীরতা আছে, তেমনই বোলিং বিভাগও দারুণ হয়েছে৷” যদিও বিশ্বকাপে ভারতের দল গঠন নিয়ে অনেক বিতর্ক হয়েছে৷ কিন্ত্ত ১৭ বছর পর দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফিরবে বলেই আশায় বুক বাঁধছেন সমর্থকরা৷