• Mamata Banerjee: 'বিজেপি হারছে, বিজেপি হারছে, বিজেপি হারছে'!
    ২৪ ঘন্টা | ০৭ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'বিজেপি হারছে, বিজেপি হারছে, বিজেপি হারছে'! লোকসভা ভোটের প্রচারে দুর্গাপুরে মমতা বন্দ্য়োপাধ্যায়। 

    ১৩ মে চতুর্থ দফায় ভোট বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। সঙ্গে কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, আসানসোল, বহরমপুরেও। বর্ধমান-দুর্গাপুরে এবার তৃণমূল প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। বিপক্ষে বিজেপির দিলীপ ঘোষ।দুর্গাপুরে নির্বাচনী জনসভায় মমতা বলেন, 'বাংলা একমাত্র রাজ্য, যাঁরা পেনশন দেয়, আর কোনও রাজ্য দেয়নি। কেন্দ্রীয় সরকারে কোনও পেনশন নেই। সব তুলে দিয়েছে। বিজেপিশাসিত কোনও  রাজ্য়ে পেনশন নেই। একমাত্র পশ্চিমবঙ্গে আমরা পেনশন দিই। তাই অবসর নেওয়ার পর লোকে নিশ্চিন্তে থাকে। বিজেপি টাকা দিলে কী হবে! নির্বাচনের সময় যদি ভোট নেওয়ার জন্য় টাকা দেয়, প্য়াকেটটা পকেটে রেখে দেবেন। আর ভোটে উল্টে দেবেন। টাকা দিয়ে ভোট কেনা, নজর আমরাও রাখব'।রেয়াত করেননি নির্বাচন কমিশনকেও। মমতা বলেন, 'আদর্শ নির্বাচন বিধি, ভুলেই গিয়েছি নির্বাচন কমিশন আছে কিনা, খোঁজ পাচ্ছি না, কোথা আছে কে জানে। আমি আসছিলাম রাস্তা দিয়ে একজন মহিলা আমাকে বললেন, মডেল কোড অফ কডাক্টের নাম বদলে গিয়েছে। আমরাই বদলে দিয়েছি। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার'!
  • Link to this news (২৪ ঘন্টা)