• Preity Zinta: মালকিনের খিদে মেটায়নি মহাতারকা, 'বড়'র স্বাদে বঞ্চিত প্রীতি এখনও অতৃপ্ত!
    ২৪ ঘন্টা | ০৭ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যেখানে চলতি আইপিএলে (IPL 2024) ২৫০ রানের বেশি করেও নিস্তার নেই, সেখানে একটা টিম প্রথমে ব্য়াট করে যদি দেড়শো প্লাস স্কোর করে, তাহলে কি তাদের পক্ষে আর জেতা সম্ভব? বাকিদের জন্য় কাজটা ভীষণ কঠিন হলেও, চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জন্য মনে হয় ঠিক ততটা কঠিন ছিল না। গত রবিবার ধরমশালার এইচপিসিএ স্টেডিয়ামে পাঁচবারের চ্য়াম্পিয়ন টিম ঠিক সেটাই করে দেখাল পঞ্জাব কিংসের বিরুদ্ধে (Punjab Kings)। ১৬৭ রান করেও ইয়েলো আর্মি ২৮ রানে ম্য়াচ জিতেছে! আর এই ম্য়াচে এমএস ধোনি (MS Dhoni) প্রথম বলেই আউট হয়েছেন। ধোনির আউটের পর পঞ্জাব মালকিন প্রীতি জিন্টা (Preity Zinta) যা করলেন, ভাইরাল হয়ে গেল!ধোনিকে আউট হতে দেখেই প্রীতির মুখে চওড়া হাসি ফুটে ওঠে। তাঁর দু'হাত ব্য়স্ত হয়ে পড়ে করতালি দেওয়ার জন্য়। প্রীতির এই প্রতিক্রিয়াই ভাইরাল হয়ে যায়। তবে খেলার পর এক্স হ্য়ান্ডেলে এক ভক্তের প্রশ্নের উত্তরে প্রীতি যা বললেন তা শিরোনাম হয়ে গেল। ওমেশ ক্রিকেটওয়ালা নামের এক এক্স হ্য়ান্ডেল থেকে পঞ্জাব কিংসের মালকিনকে ট্য়াগ করে লেখা হয়, 'ম্য়াম আমরা এমএস ধোনিকে পঞ্জাব কিংসে চাই'। যা পড়ে প্রীতি লেখেন, 'সবাই ওকে চায়। সবাই ওর ফ্য়ান, আমিও তার মধ্য়ে। আমি চেয়েছিলাম আমরা জিতি আর ধোনি কয়েক'টি বড় ছক্কা হাঁকাক। কিন্তু আমরা হেরেও যাই, ধোনিও আউট হয়ে যায়। ম্য়াচের একমাত্র উজ্জ্বল দিক, আমাদের বোলিং। বোলাররা খুবই ভালো পারফর্ম করে প্রতিপক্ষকে বেঁধে রেখেছিল। কিন্তু তা যথেষ্ট ছিল না।'ধোনি নয় নম্বরে ব্য়াট করতে নেমেছিলেন ম্যাচে। সেই ২০০৪ সালে ধোনির টি-২০ অভিষেক। তবে থেকে ধোনি ৩,৪,৫,৬,৭ ও ৮ নম্বরে ব্য়াট করে এসেছেন। সে দেশের জার্সি হোক বা আইপিএল। তবে কখনও তিনি নয়ে ব্য়াট করেননি। গত আইপিএলে ধোনি আটে ব্য়াট করেছেন। তবে এদিন হর্ষল প্যাটেলের স্লোয়ার ইয়র্কারে  প্রথম বলেই ক্লিন বোল্ড হয়ে যান ধোনি। ধোনি এই প্রথম এবারের আইপিএলে 'গোল্ডেন ডাক' (প্রথম বলেই আউট) হলেন। ইপিএল ইতিহাসে এই নিয়ে চতুর্থবার গোল্ডেন ডাক হলেন তিনি। 
  • Link to this news (২৪ ঘন্টা)