• ICSE and ISC 2024 Result: প্রকাশিত হল ISC-র ফলাফল, পাশের হারে এগিয়ে ছাত্রীরা, রাজ্যে পাসের হার ৯৯.৪১%
    ২৪ ঘন্টা | ০৬ মে ২০২৪
  • এ বছর দশম শ্রেণির পরীক্ষার পাশের হার ৯৯.৪৭ শতাংশ। ২০২৩ সালে দেশে পাশের হার ছিল ৯৮.৯৪ শতাংশ। দ্বাদশের পরীক্ষার পাশের হার ৯৮.১৯ শতাংশ। ২০২৩ সালে ছিল ৯৬.৯৩ শতাংশ। চলতি বছর পশ্চিমবঙ্গে পাশের হার ৯৭.৮০ শতাংশ।  সকাল ১১’টায় ফল প্রকাশ করেছে CISCE বোর্ড। ISC-র ক্ষেত্রে মোট ১,৩৬৬টি স্কুলের পড়ুয়ারা পরীক্ষা দিয়েছিল। ৯০৪টি স্কুলের সব পড়ুয়াই পাশ করেছে। যা শতাংশের বিচারের ৬৬.১৮।ICSE পরীক্ষা দিয়েছিল ২,৬৯৫টি স্কুলের পড়ুয়ারা। ২,২২৩ স্কুলে (৮২.৪৮ শতাংশ), পাশের হার ১০০ শতাংশ।পরীক্ষার্থীরা cisce.org,  results.cisce.org ও results.digilocker.gov.in -এই ওয়েবসাইটগুলি থেকে ফলাফল দেখতে পাবেন।  এছাড়া 9248082883 নম্বরে ৭ ডিজিটের ইউনিক আইডি পাঠালেও রেজাল্ট দেখা যাবে। পশ্চিমবঙ্গের মোট ৩২০টি স্কুলের পড়ুয়ারা দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা অর্থাৎ আইএসসি-তে দিয়েছিল। যেখানে ছাত্রদের সংখ্যা ছিল ১৪,৮৭৫ এবং ১২,৭৪৬ জন ছাত্রী পরীক্ষা দিয়েছিল। 
  • Link to this news (২৪ ঘন্টা)