• Pandua: ভোটের আগে পান্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হল ১ কিশোরের! গুরুতর জখম ২, গ্রেফতার ১ মহিলা
    ২৪ ঘন্টা | ০৬ মে ২০২৪
  • বিধান সরকার: সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে পান্ডুয়ায়। সেই সভাস্থল থেকে কিছুটা দুরত্বে ঘটল ভয়াবহ ঘটনা! পান্ডুয়ার তিন্না নেতাজী পল্লি কলোনীতে খাদের পারে এই ঘটনা। মৃত কিশোরের নাম রাজ বিশ্বাস। আহত দুই জন রুপম বল্লভ ও সৌরভ চৌধুরী। প্রত্যেকেরই বয়স ১১ থেকে ১৩ এর মধ্যে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ পান্ডুয়ার তিন্না এলাকার একটি পুকুরপাড় থেকে হঠাৎই প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি পুকুর পাড়ে ছুটে এলে তারা দেখতে পান তিনটি বাচ্চা গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে।

    তিনজনের মধ্যে দুইজন নড়াচড়া করছে। অন্য একটি কিশোর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে পুকুরপাড়ে। জখম ৩ কিশোরকে তড়িঘড়ি পান্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।একজনের মৃত্যু হয়। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় এক বাসিন্দা সুকান্ত মিস্ত্রি বলেন, প্রতিদিনের মতন তিনি স্নান করতে যাচ্ছিলেন সেই সময় বিস্ফোরণের শব্দ শুনতে পান। তড়িঘড়ি পুকুর পাড়ে গিয়ে দেখেন জখম অবস্থায় পড়ে রয়েছে তিন কিশোর। কিভাবে ঘটনাস্থলে বোমা এল ! কারাই বা সেখানে বোমা রেখে গিয়ে ছিল! এই বিষয়ে কারুর কিছু জানা নেই!বাচ্চারা প্রতিদিনের মতন খেলা করতে ওই জায়গায় এসেছিল। সেখানেই প্রচন্ড বিস্ফোরণে প্রাণ যায় একজনের গুরুতর যখম আরও দুইজন। গোটা ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নামে। ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীণ পুলিস। এই ঘটনার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে নিরাপত্তা নিয়ে। ভোটের আগেই এই ধরনের বিস্ফোরণ, প্রাণহানির ঘটনায় ওকাকিবহল মহল প্রশ্ন কে বা কারা কি উদ্দেশ্যে বোমা রাখল তা খতিয়ে বের করুক পুলিস।নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন জায়গার নাকা তল্লাশি চলছে। তারপরও কি করে বোমা বিস্ফোরন হয় তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত একজন হাইপ্রোফাইল রাজনীতিবিদের সভার অকুস্থলে এই ঘটনা নিরাপত্তার ফাঁকটাকেই তোকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। হুগলি গ্রামীণ পুলিসের অতিরিক্ত পুলিস সুপার কল্যাণ সরকার জানিয়েছন বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। আরও কিছু বিস্ফোরক থেকে থাকলে তার খোঁজ তা দেখতে।দূর্ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।ইতিমধ্যেই এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিস। হুগলি গ্রামীন পুলিসের অতিরিক্ত পুলিস সুপার কল্যাণ সরকার জানিয়েছেন, আহত ১ কিশোরের বাবার অভিযোগের ভিত্তিতে মহিলাকে গ্রেফতার করা হয়েছে। মহিলা অভিযোগকারী প্রাক্তন স্ত্রী। ব্যক্তিগত শ্ত্রুতার জেরে নেতাজি পল্লীতে বোমা রাখা হয়েছিল বলে সন্দেহ পুলিসের। সেই বোমাকে বল ভেবে খেলতে যায় তিন কিশোর। বিস্ফোরণে মৃত্যু হয় একজনের আহত হয় দুজন। আহতদের মধ্যে এক কিশোরের বাবা সুকদেব বল্লভের অভিযোগ তার সঙ্গে বিচ্ছেদের পর পাড়ারই এক যুবককে বিয়ে করে তার স্ত্রী।বিহারে হাতুরে চিকিৎসকের কাজ করেন ওই যুবক। নেতাজী পল্লীতে তার দোতলা বাড়ি তালা দেওয়া। মাস পাঁচেক আগে তারা বিহারে চলে যান।স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলেও সন্তানকে দেখতে আসতেন সুকদেবের প্রক্তন স্ত্রী। গত পরশু দাঁতের চিকিৎসার জন্য পান্ডুয়া আসেন। আজ সকালে বোমা বিস্ফোরণের পর হাসপাতালেও যান ছেলেকে দেখতে। তার গ্রেফতারের ঘটনায় হতবাক প্রতিবেশিরা। মহিলার এক ভাড়াটে জানান, আজ ফোনে তার সঙ্গে কথা হলে জানায় তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বোমা রাখা বা বিস্ফোরণে কতটা হাত রয়েছে অভিযুক্তের তা বুঝে উঠতে পারছেন না মহিলার বাপের বাড়ির গ্রাম সবুজ পল্লীর বাসিন্দারা।তবে পুলিস জানিয়েছে তারা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে। মহিলার বর্তমান স্বামীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিস। অন্যদিকে, সিআইডি বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে আসে তদন্তে। আরও দুটি বোমা উদ্ধার করে তারা।
  • Link to this news (২৪ ঘন্টা)