• Farooq Abdullah on Pakistan: 'পাকিস্তানও চুড়ি পরে বসে নেই', পাক অধিকৃত কাশ্মীর নিয়ে রাজনাথকে নিশানা ফারুক আবদুল্লার
    ২৪ ঘন্টা | ০৬ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে পাল্টা জবাব দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। অনেকেই একে পাকিস্তানের হয় ওকালিত বলছেন। কী হয়েছে আসলে? সম্প্রতি রাজনাথ সিং বলেন, পাক অধিকৃত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হবে। এনিয়ে মন্তব্য করতে গিয়ে রবিবার ফারুক আবদুল্লা বলেন, 'পাকিস্তান চুড়ি পরে বসে নেই। ওদের হাতেও অ্যাটম বোমা আছে। দুর্ভাগ্যজনকভাবে সেই বোমা পড়বে আমাদের উপরে।'

    রাজনাথ সিংয়ে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে ফারুক আবদুল্লাকে জিজ্ঞাসা করা হলে ফারুক বলেন, 'প্রতিরক্ষামন্ত্রী যদি এমন কথা বলে থাকেন তাহলে ঠিক আছে। ওঁকে থামাবার আমরা কে? কিন্তু মনে রাখবেন ওরাও হাতে চুড়ি পড়ে বসে নেই। ওদের হাতেও পারমানবিক বোমা আছে। সেই বোমা পড়বে আমাদের উপরে।'সম্প্রতি দার্জিলিংয়ে ভোটের প্রচারে এসেছিলেন রাজনাথ সিং। সেখানে সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাতকারে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে রাজনাথ বলেন, 'পাক অধিকৃত কাশ্মীর নিয়ে নিতে আমাদের জোর করতে হবে না। কারণ সেখানকার মানুষই বলবেন যে তারা ভারতে চলে আসবেন। এরকম কথা এখন সেখান থেকে উঠে আসছে। আর পাক অধিকৃত কাশ্মীর ভারতের ছিল, আছে, থাকবে। ভারতের শক্তি বাড়ছে। গোটা দুনিয়ায় ভারতের সম্মান বাড়ছে। আমাদের অর্থনীতি দ্রুত বাড়ছে। এরকম এক পরিস্থিতিতে পাক অধিকৃত কাশ্মীরের ভাইবোনরা নিজেরাই ভারতে যোগ দেওয়ার কথা বলবেন।'পাক অধিকৃত কাশ্মীর নিয়ে রবিবার মুখ খুলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। এদিন তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীর ভারতের। ভারতের সংসদে এনিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের কথা মানুষকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। এখন তা আবার মানুষের মনে ফিরছে।
  • Link to this news (২৪ ঘন্টা)