• Virender Sehwag | Shubman Gill: 'কপাল করে রিজার্ভে, সচিন-সৌরভ-দ্রাবিড়রা...'! গিলকে ফালাফালা করলেন বীরু!
    ২৪ ঘন্টা | ০৬ মে ২০২৪
  • জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শুভমন গিল (Shubman Gill), কিছুদিন আগেও তাঁকে ভারতীয় ক্রিকেটের আগামীর সুপারস্টার হিসেবে দেখা হচ্ছিল এই তরুণ প্রতিভাবান ওপেনারকে। ক্রিকেটমহলের একাংশ তাঁকে আবার বাইশ গজের 'প্রিন্স' বলেও ডাকেন। আপাতত এই শুভমন আলোচনার বৃত্তের বাইরে চলে গিয়েছেন। গতবছর আইপিএলে ১৭ ইনিংসে ৮৯০ রান করা শুভমনের মাথায় উঠেছিল অরেঞ্জ ক্য়াপ। সেই শুভমন এবার গুজরাত টাইটান্সের (Gujarat Titans) অধিনায়ক হয়েছেন। না কথা বলছে তাঁর টিম (১১ ম্য়াচে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ৯ নম্বরে), না কথা বলছে তাঁর ব্য়াট (১১ ম্য়াচে ৩২২ রান)। এমনকী আসন্ন টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup 2024) শুভমনের ১৫ সদস্য়ের স্কোয়াডে জায়গা হয়নি। তিনি আছেন রিজার্ভে। এবার শুভমনকে জীবন শেখালেন ভারতের প্রাক্তন মহারথী বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)।এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'দেখুন আমার মনে হয়, গিল কপাল করে টি-২০ বিশ্বকাপের রিজার্ভে আছে। কেএল রাহুল ও রুতুরাজ গায়কোয়াড়দের রিজার্ভেও ঠাঁই হয়নি। এটা ভেবেই গিল নিজেকে মোটিভেট করুক। পরেরবার যেন নিজের জায়গাটা ছেড়ে না দিয়ে আসতে হয়। ভালো স্ট্রাইক রেটে রান করার দিকে ফোকাস করুক গিল। যাতে ওর কোনও বিকল্প না খুঁজে নেয় টিম। আমাদের সময়ে সচিন-সৌরভ-দ্রাবিড়-লক্ষ্মণরা কখনও বাদ পড়েননি কেন জানেন? বাকিরা কে কত রান করছে, সেটা না ভেবে, ওরা কিন্তু রান করা থেকে কখনও নিজেদের বিরত রাখেনি, রান করে গিয়েছে। যে ক্রিকেটার প্রচুর রান করছে, তাকে কী করে দল থেকে বাদ দেবে? সচিন-সৌরভ-দ্রাবিড়-লক্ষ্মণ কখনও বাদ পড়ার কারণ দেয়নি। এটাই গিলকে শিখতে হবে। বিশ্বকাপের পর ও ভারতীয় দলে ফিরে নিয়মিত রান করুক। এমন পরিস্থিতি যেন আর না তৈরি করে। নিজের দক্ষতা বাড়াক, বড় রান করুক। কারণ বড় রানই ওকে বাঁচাবে।' ঘটনাচক্রে শুভমনকে জায়গা ছেড়ে দিতে হয়েছে দুরন্ত ফর্মে থাকা যশস্বী জয়সওয়ালের জন্য়। বীরু সাফ বুঝিয়ে দিলেন যে, রান করেই টিকে থাকতে হবে দলে। নাহলে প্রস্থানের দরজা দেখিয়ে দেওয়া হবে।ভারতের ১৫ সদস্য়ের দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্য়ামসন (উইকেটকিপার), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্য়াটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজসফররত রিজার্ভে: শুভমন গিল, রিঙ্কু সিং, খালিল আহমেদ ও আবেশ খান।

     
  • Link to this news (২৪ ঘন্টা)