• Earthquake: ‌‌ফিলিপিন্সে ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
    আজকাল | ০৫ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভূমিকম্প অনুভূত হল ফিলিপিন্সে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। শুক্রবার স্থানীয় সময় সন্ধে ৬ টা ১৬ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। তবে এই ভূমিকম্পে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। জানা গেছে, মধ্যাঞ্চলীয় লেইতে প্রদেশের উপকূলীয় শহর দুলাংয়ের সাগরতীর থেকে ৩২ কিলোমিটার দক্ষিণ–পূর্বে সমুদ্রের তলদেশের ৮ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের অবস্থান পরিবর্তন এই ভূমিকম্পের প্রধান কারণ। এই কারণে নিকট ভবিষ্যতে এই অঞ্চলে ফের ভূমিকম্প হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে পিভিআইএস।
  • Link to this news (আজকাল)