• Money-Swiping Scam:‌ আর্থিক প্রতারণার নয়া চক্র, সতর্ক না হলেই বিপদ
    আজকাল | ০৫ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ অনলাইন প্রতারণার এক নয়া পদ্ধতির হদিশ মিলল এবার। বেঙ্গালুরুর যুবতী (‌পেশায় উদ্যোগপতি)‌ অদিতি চোপড়া জানিয়েছেন, তাঁর কাছে একটি ফোন এসেছিল। এক্স হ্যান্ডলে দীর্ঘ একটি পোস্ট করেছেন তিনি। জানিয়েছেন, কীভাবে অল্পের জন্য তিনি বড়সড় আর্থিক প্রতারণা থেকে রক্ষা পেয়েছেন।পোস্টে তিনি বলেছেন, ফোনের অপর প্রান্ত থেকে বয়স্ক এক ব্যক্তি নিজের পরিচয় দিয়ে বলেন, তাঁর বাবার বন্ধু তিনি। তাঁর বাবাকে কিছু টাকা পাঠাতে চান তিনি। কিন্তু তা সম্ভব হচ্ছে না। তাই অদিতির অ্যাকাউন্টেই টাকা পাঠাচ্ছেন। ফোন নম্বর যাচাই করার পরই যুবতীর ফোনে পরপর দুটি মেসেজ আসে। প্রথম মেসেজে ১০ হাজার টাকা ও পরের মেসেজে ৩০ হাজার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে দেখা যায়। এরপর ওই ব্যক্তি বলেন, ভুল করে ৩ হাজার টাকা পাঠাতে গিয়ে ৩০ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন তিনি। অদিতি যেন দ্রুত টাকা ফেরত পাঠিয়ে দেয়। ওই ব্যক্তির কথা শুনে অদিতি টাকা ফেরত দিতে গিয়েছিলেন। আচমকাই তাঁর নজরে আসে যে কোনও ব্যাঙ্ক থেকে নয়, বরং একটি ব্যক্তিগত নম্বর থেকে এই মেসেজ এসেছে। এরপরই অদিতি ওই নম্বরে রিং ব্যাক করেন। ততক্ষণে তাঁকে ব্লক করে দেওয়া হয়েছে। অদিতি সকলকে সতর্ক করে বলেছেন, সরাসরি ব্যাঙ্কের অ্যাপে গিয়ে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার। 
  • Link to this news (আজকাল)