• OIL: ত্রিপুরায় তেলের পাম্পে লম্বা লাইন যেন শেষ হবার নয়!
    আজকাল | ০৫ মে ২০২৪
  • সমীর ধর,আগরতলা: টানা ৭ দিন ধরে পেট্রোল ডিজেলের সঙ্কট চলছে ত্রিপুরায়। প্রবল বৃষ্টিতে অসমের পাহাড়ে জায়গায় জায়গায় ধস নামায় জাতীয় সড়কে যান চলাচল গুরুতরভাবে ব্যাহত। রেল লাইনে এমনিতেই মেরামতি চলছিল। পাহাড়ি ধসে লাইন বিপজ্জনক হয়ে ওঠায় মালগাড়ি চালানো বন্ধ। তার উপর লামডিংয়ে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে গত কয়েকদিন ধরে ট্রেন চলাচল মুখ থুবড়ে পড়েছে। বিপাকে ত্রিপুরা, মিজোরাম ও বরাক উপত্যকা। ত্রিপুরায় পেট্রোল ডিজেলসহ নিত্যদিনের পণ্যসামগ্রীর সংকট দেখা দিয়েছে। নিত্যব্যবহার্য পণ্যের বাজার চড়চড় করে বাড়তে শুরু করেছে। পরিস্থিতি সামলাতে পেট্রোল ডিজেলের কেনাবেচার ওপর কঠোর নিয়ন্ত্রণ জারি করেছে সরকার। দু-চাকার যানবাহনের জন্য ২ লিটার, চার চাকার জন্য ৫ লিটারের বেশি পেট্রোল ডিজেল বিক্রি নিষেধ। ত্রিপুরার অন্যান্য জেলায় কমবেশি বৃষ্টি হলেও আগরতলায় এক ফোঁটা বৃষ্টি নেই। প্রচন্ড রোদ মাথায় নিয়ে পাম্পগুলোর সামনে বাইক স্কুটার আরোহীদের বিশাল লাইন লেগেই আছে। অনেক পাম্পে কিছুক্ষণ তেল বিক্রির পর "পেট্রোল নেই" বোর্ড ঝুলিয়ে দেওয়া হচ্ছে। পাম্প মালিকরা অবশ্য সঙ্কট গুরুতর মনে করছেন না। তাঁদের কথায়, রেল লাইন এবং সড়ক পুরো খুলে গেলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
  • Link to this news (আজকাল)