• Rohit Sharma: রোহিতকে নিয়ে আতঙ্ক ভারতীয় শিবিরে, হঠাৎ কী হল?
    আজকাল | ০৫ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের আর এক মাসও বাকি নেই। তার আগে হঠাৎ রোহিত শর্মাকে নিয়ে চিন্তা বাড়ল। কিন্তু আচমকা কেন চিন্তার কালো মেঘ? শুক্রবার আইপিএলের ম্যাচে প্রথম একাদশে ছিলেন না রোহিত শর্মা। ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় রাখা হয় তাঁকে। তারপর থেকেই আশঙ্কা শুরু হয়। শোনা যায় রোহিত হালকা চোট পেয়েছেন। তাই কোনও ঝুঁকি নেওয়া হয়নি। শুধুমাত্র ব্যাট করার জন্য তাঁকে দলে রাখা হয়। ওপেনও করেন রোহিত। তবে রান পাননি। ম্যাচ শেষে খোলসা করেন পীযূষ চাওলা। জানান, রোহিতের পিঠে হালকা ব্যথা আছে। তবে চিন্তার কোনও কারণ নেই। পীযূষ। বলেন, "রোহিতের পিঠে হালকা ব্যথা আছে। তাই কোনও ঝুঁকি নেওয়া হয়নি।" পীযূষের এই কথা শুনে আঁতকে উঠেছে রোহিত ভক্তরা।‌ বিশ্বকাপের কয়েকদিন আগে পিঠে চোট টুর্নামেন্টের মাঝে সমস্যায় না ফেলে দেয় ভারত অধিনায়ককে। তবে আপাতত চিন্তার কোনও বিষয় নেই। বিশ্বকাপের কথা মাথায় রেখেই সতর্কতা অবলম্বন করা হয়েছে। প্রসঙ্গত, ১২ বছরের খরা কাটিয়ে শুক্রবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সকে হারায় কেকেআর। বিপক্ষকে সব বিভাগেই মাত দেয় নাইটরা। শুরুটা অত্যন্ত খারাপ করেও ভেঙ্কটেশ আইয়ার এবং মণীশ পাণ্ডের ব্যাটে ভর করে ম্যাচে ফেরে কেকেআর। দীর্ঘদিন পর বল হাতে নিজের জাত চেনান‌ মিচেল স্টার্ক। ৩৩ রানে ৪ উইকেট তুলে নেন। তারমধ্যে তিন উইকেটই নিজের শেষ ওভারে। রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পরের ম্যাচ নাইটদের। 
  • Link to this news (আজকাল)