• Weather: তাপপ্রবাহে পড়তে চলেছে ইতি, রবিবার থেকেই নামবে বৃষ্টি?‌
    আজকাল | ০৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রবিবার থেকেই শুরু হতে পারে বৃষ্টি। এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস। তাপপ্রবাহের হাত থেকেও মুক্তি পেতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলায় তাপপ্রবাহে ইতি পড়তে চলেছে। তবে শনিবার তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। যদিও তাপপ্রবাহের তীব্রতা কমবে বলে জানা গেছে। রবিবার কলকাতা, দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে দাবদাহ বজায় থাকবে। সোমবার থেকে রাজ্যের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা চলতে পারে বুধবার অবধি। বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। সে কারণেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অন্তত তিন থেকে চার ডিগ্রি কমবে। এদিকে, সোম এবং মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গেও রবিবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা। বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল থেকে বৃষ্টির সম্ভাবনা দুই দিনাজপুর ও মালদায়। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯.‌২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বনিম্ন থাকতে পারে ২৯.‌১ ডিগ্রি সেলসিয়াস।‌
  • Link to this news (আজকাল)