• Sandeshkhali Viral Video: সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে সরব মমতা-অভিষেক
    আজকাল | ০৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভাইরাল সন্দেশখালির বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিয়ো। সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল সমাজমাধ্যমে। মিথ্যে অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেপ্তার। ভিডিও সামনে আসতেই তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপিকে সমাজমাধ্যমে আক্রমণ তৃণমূলের। ভাইরাল ভিডিয়োতে বলা হচ্ছে সন্দেশখালির ঘটনা গোটাটাই ‘সাজানো’ এবং নেপথ্যে রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্স ( পূর্বতন ট্যুইটার )হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘‘বিজেপির মনে বাংলা বিরোধী মনোভাব আর বাংলার প্রতি ঘৃণা কতটা গভীর, তা এই ষড়যন্ত্রে স্পষ্ট। ভারতের ইতিহাসে আগে কখনও দিল্লির শাসকদল এ ভাবে বাংলাকে অসম্মানিত করার চেষ্টা করেনি। এর পর বাংলা এর জবাব দিতে জাগবে, যা ইতিহাস তৈরি করবে।’’ আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও। এক্স ( পূর্বতন ট্যুইটার) হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক লিখেছেন, "সন্দেশখালির স্টিং ভিডিও দেখে আমি স্তম্ভিত, বাকরুদ্ধ। বাংলা বিরোধী বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থে, বাংলাকে বদনাম এবং কালিমালিপ্ত করতে কী পরিকল্পনা করেছে, প্রত্যেক নাগরিকের তা দেখা উচিত। ক্ষমতার অপব্যবহার কোন পর্যায়ে যেতে পারে, এই ভিডিও তার প্রমাণ। লজ্জাজনক"! এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন সবটাই তৃণমূলের চক্রান্ত এবং সাজানো।
  • Link to this news (আজকাল)