• Garry Kasparov:‌ ‘‌আগে রায়বরেলি জিতুন’‌, রাহুলকে নিয়ে পোস্ট ভাইরাল হতেই কাসপারভ বললেন, ‘‌মজা করেছি’‌...
    আজকাল | ০৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রায়বরেলি থেকে প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী। শুক্রবারই মনোনয়ন জমা দিয়েছেন। এই রায়বরেলি থেকে রাহুলের প্রার্থী হওয়া নিয়ে খোঁচা দিয়েছিলেন স্বয়ং বিখ্যাত রুশ দাবাড়ু গ্যারি কাসপারভ। তিনি শুক্রবার বলেন, ‘‌সেরাদের চ্যালেঞ্জ করার আগে রায়বরেলি থেকে জিতুন।’‌ তাঁর মন্তব্য ঘিরে শোরগোল পড়তেই শনিবার সাফাই দিয়ে কাসপারভ বলেন, তিনি মজা করেছিলেন। তাঁর দাবি, ভারতীয় রাজনীতি নিয়ে তিনি নিজের মতামত জানাতে চাননি।গোটা ঘটনার সূত্রপাত হয় কিছুদিন আগে। কংগ্রেসের এক্স হ্যান্ডল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। দেখা যায়, নির্বাচনী প্রচারের ফাঁকেই দাবা খেলছেন রাহুল গান্ধী। পছন্দের দাবা খেলোয়াড় কে, এই প্রশ্ন করা হলে রাহুল রাশিয়ার দাবাড়ু গ্যারি কাসপারভের নাম নেন। এদিকে অভিনেতা রণবীর শোরে জানিয়েছিলেন, ভারতীয় রাজনীতিবিদদের মধ্যে সেরা দাবাড়ু রাহুল গান্ধী। শুক্রবার রাহুল মনোনয়ন জমা দিতেই তাঁকে নিয়ে মজা করে অভিনেতা রণবীর সোরে রাহুল গান্ধীর একটি ভিডিও পোস্ট করেন, যেখানে রাহুলের হাত থেকে ফোন পড়ে যেতে দেখা যায়। এই পোস্টে রাশিয়ান গ্রান্ডমাস্টারকে ট্যাগ করেছিলেন রণবীর সোরে। তাঁর ওই পোস্টের জবাবেই কাসপারভ লেখেন, ‘‌সেরাদের চ্যালেঞ্জ করার আগে রায়বরেলি জিতুক।’‌ কাসপারভের এই রিপ্লাইয়ের পরেই শোরগোল পড়ে যায়। এরপরই গ্রান্ডমাস্টার আরেকটি পোস্ট করে বলেন, ‘‌আশা করি আমার মজাকে ভারতীয় রাজনীতি সম্পর্কে জ্ঞান বলে গণ্য করা হবে না। কিন্তু ১০০০ চোখের রাক্ষস হিসাবে, যে নামে আমায় ডাকা হত, আমি কোনও রাজনীতিবিদকে আমার পছন্দের খেলায় ব্যর্থ হতে দেখতে পারি না।’‌ 
  • Link to this news (আজকাল)