• Protest: ‌আমেরিকার পর অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়েও‌‌ ছড়িয়ে পড়ল ইজরায়েল বিরোধী বিক্ষোভ...
    আজকাল | ০৪ মে ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ আমেরিকার পর অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলিতেও শুরু হল ইজরায়েল বিরোধী বিক্ষোভ। শুক্রবার সিডনির একটি বিশ্ববিদ্যালয়ে তাঁবু খাটিয়ে অবস্থান শুরু করেন একাধিক শিক্ষার্থী। বিক্ষোভকারীরা ইজরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থাগুলো থেকে সিডনি বিশ্ববিদ্যালয়কে বিচ্ছিন্ন করার দাবি তোলেন। এছাড়া বিক্ষোভকারীদের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও তার সরকারের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা যায়। তাদের অভিযোগ, অস্ট্রেলিয়ান সরকার গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেনি। সিডনির পাশাপাশি মেলবোর্ন, ক্যানবেরা সহ অস্ট্রেলিয়ার অন্যান্য শহরের বিশ্ববিদ্যালয়গুলিতেও একই ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। সেসব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও তাঁবু খাটিয়ে প্যালেস্টাইনিদের পক্ষে ও যুদ্ধ থামানোর দাবি জানিয়ে আন্দোলন চলছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ইহুদি শিক্ষার্থীরা নিজেদের সুরক্ষিত মনে করছেন না। 
  • Link to this news (আজকাল)