• Humayun Kabir: ঘৃণা ভাষণ দেওয়ার অভিযোগ,‌ হুমায়ুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ ...
    আজকাল | ০৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ঘৃণা ভাষণ দেওয়ার অভিযোগে এবার মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে শক্তিপুর থানায় এফআইআর দায়ের হল। বিজেপির ৬৪ জেলা পরিষদ মণ্ডল সভাপতি গোলক বিহারী ঘোষের লিখিত অভিযোগের ভিত্তিতে শক্তিপুর থানার পুলিশ হুমায়ুনের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কোনও একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দেওয়া এবং হিংসাত্মক ভাষণ দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। তবে মামলা দায়ের হলেও পুলিশ এখনও তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকেনি। প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল মুর্শিদাবাদের শক্তিপুরে একটি জনসভায় বিজেপির তারকা প্রচারক যোগী আদিত্যনাথ বলেছিলেন,‌ শক্তিপুরের মতো ঘটনা উত্তরপ্রদেশে হলে বুঝিয়ে দিতাম। ঝামেলা করার সাহস আর পেত না। যোগী আদিত্যনাথের বক্তব্যের পাল্টা ১ মে শক্তিপুরের সবজি বাজারে একটি সভায় হুমায়ুন কবীর বলেন ‘‌দু’‌ঘণ্টার মধ্যে ভাগীরথী গঙ্গায় না ফেলতে পারলে রাজনীতি থেকে সরে যাব। শক্তিপুরে বসবাস বন্ধ করে দেব। মুর্শিদাবাদে তোমরা ৩০ শতাংশ, আমরা ৭০ শতাংশ।’‌ এরপরই ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বিজেপির তরফে গোলক বিহারী ঘোষ শক্তিপুর থানায় হুমায়ুন কবীরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনাটি নিয়ে হুমায়ুন কবীর বলেন, ‘‌আইন আইনের পথে চলবে। আমি কোনও নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে বক্তব্য রাখিনি। বিজেপি দলের বিরুদ্ধে কথা বলেছি।’‌ তিনি বলেন, ‘‌আমি কখনও ধর্মের বা জাতপাতের রাজনীতি করি না।’‌ 
  • Link to this news (আজকাল)