• Joe Biden: ‌বিক্ষোভের অধিকার সবার আছে, বিশৃঙ্খলা বরদাস্ত নয়,‌ বিবৃতি বাইডেনের ...
    আজকাল | ০৪ মে ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্যালেস্তাইনপন্থী বিক্ষোভকারীদের আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘‌একটি সুশীল সমাজে আমরা বসবাস করি। ক্যাম্পাসগুলোতে অবশ্যই শৃঙ্খলা বজায় রাখতে হবে।’‌ হোয়াইট হাউস থেকে দেওয়া এক টেলিভিশন বিবৃতিতে শিক্ষার্থীদের উদ্দেশে বাইডেন বলেন, ‘‌বিক্ষোভ করার অধিকার সবার আছে। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করার অধিকার নেই। মানুষের শিক্ষা পাওয়ার অধিকার আছে, ডিগ্রি পাওয়ার অধিকার আছে। হামলার ভয় ছাড়াই নিরাপদে ক্যাম্পাসে আসা–যাওয়ার অধিকার আছে।’‌ প্রসঙ্গত, গাজায় গত বছরের ৭ অক্টোবর থেকে হামলা চালাচ্ছে ইজরায়েল। এই হামলা বন্ধের দাবিতে প্যালেস্তাইনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বিক্ষোভ থামাতে ক্যাম্পাসগুলোতে অভিযান চালাচ্ছে পুলিশ। একাধিক ক্যাম্পাসে পুলিশের সঙ্গে প্যালেস্তাইনপন্থী বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। কোথাও সংঘর্ষ হয়েছে ইজরায়েলপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে। কয়েকশো প্যালেস্তাইনপন্থী বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভরত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার গভীর রাতেও ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলেসে (ইউসিএলএ) ইজরায়েলপন্থী ও প্যালেস্তাইনপন্থী বিক্ষোভকারী পড়ুয়াদের সংঘর্ষ হয়। ক্যাম্পাসে পুলিশ অভিযান চালিয়ে ২০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
  • Link to this news (আজকাল)