• Canada:‌ খলিস্তানি জঙ্গি নেতা নিজ্জর খুনের মামলায় কানাডায় গ্রেপ্তার তিন ভারতীয় ...
    আজকাল | ০৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ হরদীপ সিং নিজ্জর খুনের মামলায় কানাডায় গ্রেপ্তার তিন ভারতীয় নাগরিক। ধৃতরা ‘হিট স্কোয়াডে’র সদস্য বলে দাবি কানাডা পুলিশের। প্রসঙ্গত, ২০২৩ সালের ১৮ জুন সুরে শহরে একটি গুরুদ্বারের কাছে খুন হয় খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর। জঙ্গি সংগঠন ‘খলিস্তান টাইগার ফোর্সে’র প্রধান ছিল সে। প্রায়শই ভ্যানকোভারের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভে শামিল হতে দেখা যেত নিজ্জরকে। ভারতকে রক্তাক্ত করতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গেও যড়যন্ত্র করেছিল নিজ্জর। এমনটাই গোয়েন্দা সূত্রে খবর। সেই নিজ্জর খুন হতেই শোরগোল পড়ে যায়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন ভারতের অঙ্গুলিহেলনেই নিজ্জরকে খতম করা হয়েছে। কানাডার গোয়েন্দা এজেন্সিগুলো দাবি করেছিল, এই অপারেশনের পুরো পরিকল্পনা তৈরি হয়েছিল ভারতের গুপ্তচর সংস্থা র–এর সদর দপ্তরে। জানা গিয়েছে নিজ্জর খুনে অভিযুক্তদের আদালতে তোলা হয়েছে। ধৃতদের নাম করণ ব্রার (২২), কমলপ্রীত সিং (২২) ও করণপ্রীত সিং (২৮)। তাঁদের বিরুদ্ধে হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হয়েছে। ধৃতরা আলবের্তা শহরের বাসিন্দা। অস্থায়ী বাসিন্দা বা নন পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবেই সেখানে থাকতেন তাঁরা। ভারত সরকারের সঙ্গে ধৃতদের যোগ খতিয়ে দেখা হচ্ছে। 
  • Link to this news (আজকাল)