• Elephant: ‌‌গভীর রাতে হাতির হানা, মৃত এক
    আজকাল | ০৪ মে ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স:‌ গভীর রাতে হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে জলপাইগুড়ি জেলার মাল মহকুমার মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মহাবাড়ি বস্তিতে। জানা গিয়েছে বাড়িতে রাতে ঘুমিয়েছিলেন মংরি ওঁরাও (৫০)। সেই সময় পার্শ্ববর্তী চাপড়ামারির জঙ্গল থেকে একটি বুনো হাতি খাবারের খোঁজে বেরিয়ে মহাবাড়ি বস্তিতে হানা দেয়। হাতির ঘর ভাঙার শব্দে মংরি ওঁরাও এর ঘুম ভেঙে গেলে তিনি প্রাণ বাঁচাতে ঘর থেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু ঘরের বাইরে বেরোতেই তিনি হাতির মুখোমুখি পড়ে যান। হাতিটি মংরিকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এদিকে, গ্রামে হাতি ঢোকার খবর পেতেই স্থানীয়রা বেরিয়ে আসেন। এরপর হাতিটি ফের জঙ্গলে ফিরে যায়। ঘটনার খবর পেয়ে বনদপ্তরের কর্মী ও মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। রাতেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শুক্রবার সকালে বন সুরক্ষা কমিটির সদস্য ও স্থানীয় পঞ্চায়েত সদস্যরা মৃতের বাড়িতে যান। গ্রামবাসীরা তাদের কাছে এলাকায় পর্যাপ্ত আলো ও পথ বাতি লাগানোর দাবি জানান। পাশাপাশি হাতির হানা থেকে গ্রামবাসীদের বাঁচাতে বনদপ্তরের কর্মীদের নিয়মিত টহলদারির দাবিও তারা জানান। বনদপ্তর সূত্রে খবর, মৃতের পরিবারকে আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।
  • Link to this news (আজকাল)