• Hooghly: পরিবেশের ভারসাম্য রক্ষায় পড়ুয়াদের নিয়ে অভিনব সেমিনার...
    আজকাল | ০৪ মে ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: সারা বিশ্বে উষ্ণায়নের প্রভাব অব্যাহত। ফলে দিন দিন বাড়ছে তাপমাত্রা। কীভাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখা যায় সেই বিষয়ে অভিনব সেমিনার অনুষ্ঠিত হল চুঁচুড়ায়। শুক্রবার বেঙ্গল স্কুল অফ টেকনোলজির সহযোগিতায় এবং সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম ও নেচার কেয়ার ইনিশিয়েটিভ এর পরিচালনায় অনুষ্ঠিত হয় "জলবায়ু ২৪" নামক সেমিনার। এদিন সুগন্ধ্যায় বেঙ্গল স্কুল অফ টেকনোলজি ক্যাম্পাসে আয়োজিত সেমিনারে কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিল জেলার একাধিক বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রীরা। সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম-এর সভাপতি আশিষ গুপ্ত বলেছেন, সংস্থার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায় ঘুরে ছাত্র-ছাত্রীদের সচেতন করা। গোটা ভারতবর্ষ জুড়েই এই কাজ করা হবে। বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে এই অনুষ্ঠান করা হবে। তিনি মনে করেন, ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধ করা দরকার পরিবেশ রক্ষার জন্য। এদিন সেমিনারে উপস্থিত ছিলেন পুরুলিয়ার বাসিন্দা পদ্মশ্রী দুখু মাঝি। তিনি পেশায় একজন দিন মজুর। তিনি অন্যের কোনও সাহায্য ছাড়াই নিজের উদ্যোগে বছরের পর বছর গাছ লাগিয়ে চলেছেন। এবং তার জন্য তিনি পদ্মশ্রী সন্মানও পেয়েছেন। বেঙ্গল স্কুল অফ টেকনোলজির ডিরেক্টর কৃষ্ণ চন্দ্র মন্ডল বলেছেন, বর্তমান সময়ে এই সেমিনারটি সকলের কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই সেমিনারের নাম দেওয়া হয়েছে " জলবায়ু২৪"। এই মুহূর্তে দাঁড়িয়ে দিন দিন তাপমাত্রা বেড়েই চলেছে। তাই প্রত্যেকের উচিত বৃক্ষ রোপন করা। সেমিনারে দুখু মাঝি বলেছেন, মানুষকে আরও সচেতন করতে হবে। প্রত্যেক মানুষের গাছ লাগানো উচিত। গাছ পরিবেশের ভারসাম্যও রক্ষা করে। সেমিনার শেষে কলেজ কর্তৃপক্ষ এবং সংস্থার উদ্যোগে ছাত্র ছাত্রীদের নিয়ে কলেজ চত্বরে বৃক্ষরোপন করা হয়।ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)