• কাশ্মীরে হড়পা বান ও ভূমধস, মৃত পাঁচ
    বর্তমান | ০১ মে ২০২৪
  • ফিরদৌস হাসান, শ্রীনগর: হড়পা বানে ভেসে গেল উত্তর কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। তিনদিন ধরে ব্যাপক বৃষ্টি হয়েছে উপত্যকায়। এর জেরে ভেসে গিয়েছে হান্দওয়ারার পাঁচটি গ্রাম। বেশ কয়েকটি জায়গায় ভূমিধসও হয়েছে। ভূমিধস এবং হড়পা বানের জেরে এখনও পর্যন্ত কাশ্মীর উপত্যকায় মৃত্যু হয়েছে ৫ জনের। জখম বহু। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ৩৩৬টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কাশ্মীরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। বৃষ্টির জেরে কাশ্মীর উপত্যকার সব নদী এবং জলাধারের জলস্তর বেড়েছে। বৃষ্টি চলতে থাকলে পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশঙ্কা প্রশাসনের। সমস্যার এখানেই শেষ নয়। প্রকৃতির বিরূপ অবস্থার সাক্ষী এখন উপত্যকা। কুপওয়ারায় যখন বন্যা, তখন কাশ্মীরের উচ্চ উপত্যকায় তুষারপাত শুরু হয়েছে। সূত্রের খবর, গুলমার্গ, সোনমার্গে তুষারপাত হয়েছে। বসন্তে এই তুষারপাতকে বিরল বলেই মানছেন আবহাওয়াবিদরা। হড়পা বান এবং তুষারপাতের জেরে জম্মু-শ্রীনগর হাইওয়ে, শ্রীনগর-লাদাখ হাইওয়ে, মুঘল রোড বন্ধ রাখা হয়েছে। 

    বৃষ্টি এবং ভূমিধসের জেরে বিপর্যস্ত ডোডা, রিয়াসি, কিস্তওয়ার, রামবন এবং বারামুলা জেলা। তবে কুপওয়ারার পরিস্থিতি উন্নতি হতে শুরু করেছে। মানুষ ত্রাণ শিবির ছেড়ে ঘরে ফিরতে শুরু করেছেন। সোমবারই কুপওয়ারার বান-বিপর্যয়ের ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, হড়পা বানের তোড়ে ভেসে যাচ্ছে বহু রাস্তা। অনেক বাড়িতে হাঁটু ডোবা জল দাঁড়িয়ে। হান্দওয়ারার অতিরিক্ত জেলাশাসক আজিজ আহমেদ বলেন, ‘ক্ষয়ক্ষতির হিসেব করছে প্রশাসন। জীবন রক্ষা করাই আমাদের অগ্রাধিকার।’ হড়পা বানের জেরে কুপওয়ারার বেশ কয়েকটি সেতু ভেঙে পড়েছে। পাশাপাশি খাবারের অনটনও শুরু হয়েছে। স্থানীয় এক ব্যক্তি জানালেন, ‘বন্যায় সব হারিয়েছি আমরা। এখন আমাদের খাবার এবং পরনের কাপড় চাই।’
  • Link to this news (বর্তমান)